Madhyamik Result Update : ধনেশ্বরপুর রাখালচন্দ্র বালিকা বিদ্যালয় (উ:মা:) (Dhaneswarpur Rakhalchandra Balika Vidyalaya) এর ছাত্রী শ্রেয়সী সামন্ত। মাধ্যমিকে এবার পশ্চিম মেদিনীপুরে মেয়েদের মধ্যে প্রথম তথা রাজ্যে অষ্টম হয়েছেন পিংলার বাসুদেবপুরের বাসিন্দা শ্রেয়সী সামন্ত (Shreyasi Samanta)। তার প্রাপ্ত নম্বর ৬৮৬।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মাধ্যমিকে এবার পশ্চিম মেদিনীপুরে মেয়েদের মধ্যে প্রথম তথা রাজ্যে অষ্টম হয়েছেন পিংলার বাসুদেবপুরের বাসিন্দা শ্রেয়সী সামন্ত (Shreyasi Samanta)।ধনেশ্বরপুর রাখালচন্দ্র বালিকা বিদ্যালয় (উ:মা:) (Dhaneswarpur Rakhalchandra Balika Vidyalaya) এর ছাত্রী শ্রেয়সী। তার প্রাপ্ত নম্বর ৬৮৬।
আরও পড়ুন : অনলাইনে পরীক্ষার দাবিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ পড়ুয়াদের
সে বাংলায় ৯৫ , ইংরেজীতে ৯৭, গণিতে ১০০, ভৌত বিজ্ঞানে ৯৮, জীবন বিজ্ঞানে ১০০, ইতিহাসে ৯৬ ও ভূগোলে ১০০ পেয়েছে। পড়াশোনা ছাড়া গল্পের বইও পছন্দ শ্রেয়সীর। বড় হয়ে অঙ্কের শিক্ষিকা হতে চান শ্রেয়সী। বাবা ব্রজগোপাল ভূ্ঁইয়া ও মা মৌমিতা দেবী দুজনেই প্রাথমিক শিক্ষক।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে সিল অবৈধ ৫০ টি কাঠ মিল
Madhyamik Result
ধনেশ্বরপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পাশে দাঁড়িয়েই শ্রেয়সী জানায়, বাবা-মায়ের ইচ্ছাতেই সে শিক্ষিকা হতে চায়।রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছে পছন্দের তালিকায়। যতক্ষণ লক্ষ্যে না পৌঁছবে, ততক্ষণ থামা উচিত নয়। শ্রেয়সীর মতে, এটা যদি জীবনে মাথায় রাখা যায়, তাহলেই সাফল্য আসে।
অপরদিকে রাজ্যে সপ্তম হয়েছেন মেদিনীপুর আবাসের বাসিন্দা শাশ্বত সিং। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৭। সে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনের মল্লেশ্বরপুর সারদা বিদ্যাপীঠের ছাত্র। শাশ্বত বাংলায় ৯৮, ইংরেজীতে ১০০, ভৌত বিজ্ঞানে ৯৮, জীবন বিজ্ঞানে ৯৭, ইতিহাসে ৯৬, ভূগোলে ৯৮ ও গণিতে ১০০ পেয়েছে।
শাশ্বতর বাবা সন্দীপ সিং চার্চের মিশনে কর্মরত। মা শুক্তি টুডু , হাইস্কুলের শিক্ষিকা। অবসর সময়ে শাশ্বত গিটার বাজিয়ে গান করা সহ গল্পের বই ও ব্যাটমিনটন খেলতে পছন্দ করত। দিনে প্রাট ৭ থেকে ৮ ঘন্টা পড়াশুনো করত শাশ্বত। ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সে।
আরও পড়ুন : ‘ডাক্তার হতে চাই’ ! মাধ্যমিকে দশম হয়ে প্রতিক্রিয়া ঝাড়গ্রামের অরিত্রের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Madhyamik Result
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore