Lok Sabha Election
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : নির্বাচনী প্রচারে এসে তৃণমূলের ক্ষোভের মুখে পড়লেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।তাঁকে দেখে গো ব্যাক স্লোগান সঙ্গে কালো জামা নেড়ে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকেরা। রীতিমতো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হল দাঁতনের কুসমী এলাকায়। নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে নির্বাচনী প্রচারে আসেন বিজেপি প্রার্থী তথা আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পাল।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
কর্মী-সমর্থকদের নিয়ে হুডখোলা গাড়িতে করে প্রচার করতে বের হোন দাঁতন এলাকায়। প্রচারে বেরিয়ে তার গাড়ির প্রচার যাত্রা যাওয়ার সময় দাঁতনের কুসমি এলাকায় ক্ষোভের মুখে পড়েন তিনি। রাস্তার ধারে দাঁড়িয়ে তৃণমূলের দলীয় ঝান্ডা ও কালো পতাকা, কালো জামা হাতে নিয়ে বেশ কয়েকজন তৃণমূল সমর্থিত মহিলা দলীয় স্লোগান দিতে থাকে। কয়েকজন কালো জামা খুলে নেড়ে তাকে গো ব্যাক স্লোগান দেন। যদিও বিজেপি প্রার্থী এই ঘটনায় গাড়ি না থামিয়ে পাশ দিয়ে হাত নাড়তে নাড়তে এগিয়ে যান।
Lok Sabha Election
আরও পড়ুন : পুরুলিয়ার চাকরির সিটগুলি মেদিনীপুরের লোককে বিক্রি করেছিল শুভেন্দু?
আরও পড়ুন : নির্বাচনী প্রচারে পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রী
এই ঘটনায় পাল্টা বিজেপি কর্মী সমর্থকরাও স্লোগান দিতে থাকেন। যা নিয়ে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। বিজেপির জেলা সহ-সভাপতি অরূপ দাস বলেন, “তৃণমূল বুঝে গিয়েছে, দিলীপ ঘোষের পর এবার অগ্নিমিত্রা পালের কাছেও হারতে হবে। তাই যে কোন পন্থা অবলম্বন করে প্রার্থীকে হেনস্থা করার চেষ্টা করছে। তাতে লাভ হবে না। বিপুল ভোটে জয়লাভ করবে বিজেপি।”
আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে
আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Lok Sabha Election
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper