Home » লকডাউনে পুলিশের ঘেরাটোপে খড়্গপুর, আটক ৭০

লকডাউনে পুলিশের ঘেরাটোপে খড়্গপুর, আটক ৭০

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: গত বুধবার রামমন্দির প্রতিষ্ঠা উপলক্ষে খড়গপুরের তালবাগিচা ও মালঞ্চ থেকে একসঙ্গে ১১ জন বিজেপি কর্মীদের গ্রেফতার করেপুলিশ। জেলায় মোট আটক করা হয় ২৫৮ জনকে যার মধ্যে ১১০ জনই ছিলেব খড়গপুরের। পূর্বের কড়া নজরদারি ফের দেখা মিলল রেলশহর খড়গপুরে। সকাল থেকে পুলিশ শহরের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে লকডাউন ভেঙে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া মানুষদের আটক করছেন । সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৭০ জন লকডাউন অমান্যকারীদের গ্রেফতার করল খড়্গপুর টাউন থানার পুলিশ ।জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী সামসুদ্দিন আহমেদ জানান, ‘সকাল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলবে, লকডাউন অমান্যকারিদের আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ শহরের মালঞ্চা ইন্দা, ঝগড়াপুর কৌশল্যা, প্রত্যেক এলাকায় জনশূন্য, এমনই ছবি উঠে এল এলাকাগুলি থেকে । খড়গপুর টাউন থানার আই. সি রাজা মুখার্জি , এস.ডি. পি.ও সুকমল দাস ও পুলিশের শীর্ষস্থানীয় আধিকারিকদের তৎপরতায় প্রায় ৭০ জনকে আটক করা হয়েছে। লকডাউন ভঙ্গকারীদের আটক করে একজায়গায় রাখার কারণে করোনার সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে এমনটাই অভিযোগ করছেন আটক হওয়া স্থানীয় মানুষেরা। পুলিশের তরফে জানানো হয়েছে দ্রুত গ্রেফতার হওয়া স্থানীয়দের কোর্টে পেশ করা হবে।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.