Home » দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বাম- কংগ্রেস- আইএসএফ’র প্রার্থী তালিকা

দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বাম- কংগ্রেস- আইএসএফ’র প্রার্থী তালিকা

by Biplabi Sabyasachi
0 comments

প্রত্রিকা প্রতিনিধিঃ আসন্ন বিধানসভা নির্বাচনে শাসকদল তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই বাম- কংগ্রেস- আইএসএফ জোটের প্রার্থী তালিকা ঘোষণা শুক্রবার। এদিন এক সাংবাদিক সম্মেলন বিভিন্ন বিধানসভার প্রথম দফার ৬০টি আসনের জন্য প্রার্থীদের নাম ও কেন্দ্র ঘোষণা করেন বামফ্রন্ট দলের চেয়ারম্যান বিমান বসু। সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য এবং আইএসএফের তরফে শিমুল সোরেন। এদিন বিমানবাবু বলেন, নন্দীগ্রাম বাদ দিয়ে প্রথম দফার ৬০টি আসনের জন্য প্রার্থীদের নাম ও কেন্দ্র ঘোষণা করা হচ্ছে।

দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বাম- কংগ্রেস- আইএসএফ জোটের প্রার্থীরা হলেন-

১। পটাশপুর – সৈকত গিরি (সিপিএম)
২। কাঁথি উত্তর – সুতনু মাইতি (সিপিএম)
৩। ভগবানপুর (কংগ্রেস)-
৪। খেজুরি – হিমাংশু দাস (সিপিএম)
৫। কাঁথি দক্ষিণ- অনুরূপ পাণ্ডা (সিপিআই)
৬। কাঁথি উত্তর – সুতনু মাইতি (সিপিআই)
৭। রামনগর – সব্যসাচী জানা (সিপিএম)
৮। এগরা (চূড়ান্ত হয়নি)
৯। দাঁতন – শিশির পাত্র (সিপিআই)
১০। নয়াগ্রাম – হরিপদ সোরেন (সিপিএম)
১১। ঝাড়গ্রাম – মধুজা সেন রায় (সিপিএম)
১২। গোপীবল্লভপুর – প্রশান্ত দাস (সিপিএম)
১৩। কেশিয়াড়ি – পুলিনবিহারী বাস্কে (সিপিএম)
১৪। খড়গপুর – শেখ সাদ্দাম আলি (সিপিএম)
১৫। শালবনি – সুশান্ত ঘোষ (সিপিএম)
১৬। মেদিনীপুর – তরুণ ঘোষ (সিপিএম)
১৭। বিনপুর – দিবাকর হাঁসদা (সিপিএম)
১৮। বান্দোয়ান – সুশান্ত বিশ্বাস (সিপিএম)
১৯। মানবাজার – যামিনীকান্ত মান্ডি (সিপিএম)
২০। কাশীপুর – মল্লিকা মাহাতো (সিপিএম)
২১। পারা – স্বপন বাউড়ি (সিপিএম)
২২। রঘুনাথপুর (আইএসএফ)
২৩। শালতোড়া (আইএসএফ)
২৪। ছাতনা – ফাল্গুনী মুখোপাধ্যায় (আরএসপি)
২৫। রানিবাঁধ – দেবলীনা হেমব্রম (সিপিএম)
২৬।রাইপুর – (আইএসএফ)
২৭। তমলুক – গৌতম পণ্ডা (সিপিএম)
২৮। পাঁশকুড়া পূর্ব – শেখ ইব্রাহিম আলি (সিপিএম)
২৯। পাঁশকুড়া পশ্চিম- চিত্ত দাস ঠাকুর (সিপিএম)
৩০। নন্দকুমার – করুণা শঙ্কর ভৌমিক (সিপিএম)
৩১। ময়না – কংগ্রেস


৩২। মহিষাদল (আইএসএফ)
৩৩। হলদিয়া – মণিকা কর পাইক (সিপিএম)
৩৪। নন্দীগ্রাম (ফাঁকা রেখেছি, এখন হেভিওয়েট কেন্দ্র)
৩৫। কেশিয়াড়ি – পুলিনবিহারী বাস্কে (সিপিএম)
৩৬। চণ্ডীপুর – আশিস গুছাইত (সিপিএম)
৩৭। খড়গপুর সদর – কংগ্রেস
৩৮। নারায়ণগড় – তাপস সিন্হা (সিপিএম)
৩৯। সবং – কংগ্রেস
৪০। পিংলা – (চূড়ান্ত হয়নি)
৪১। ডেবরা – রামকৃষ্ণ মণ্ডল (সিপিএম)
৪২। ঘাটাল – কমল দলুই (সিপিএম)
৪৩। চন্দ্রকোণা – আইএসএফ
৪৪। কেশপুর – রামেশ্বর দলুই (সিপিএম)
৪৫। তালড্যাংরা – মনোরঞ্জন পাত্র (সিপিএম)
৪৬। বড়জোড়া – সুজিত চক্রবর্তী (সিপিএম)
৪৭। ওন্দা – তারাপদ চক্রবর্তী (সিপিএম)
৪৮। ইন্দাস – নয়ন শীল (সিপিএম)
৪৯। সোনামুখী – অজিত রায় (সিপিএম)
৫০। নয়াগ্রাম – হরিপদ সোরেন (সিপিএম)

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.