Home » Lover Protest : নিজের স্বামী ও সন্তানদের ছেড়ে পশ্চিম মেদিনীপুরে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় প্রেমিকা

Lover Protest : নিজের স্বামী ও সন্তানদের ছেড়ে পশ্চিম মেদিনীপুরে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় প্রেমিকা

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: ‘আমি মুজিবরকে বিয়ে করতে চাই। অন্যায়ের প্রতিবাদ চাই । মুজিবরের উপযুক্ত শাস্তির দাবি করছি। যতক্ষণ না মুজিবর আমায় বিবাহ করে ততক্ষণ পর্যন্ত ধর্ণা চলবে’ । গলায় এমনই প্লাকার্ড ঝুলিয়ে প্রমিকের বাড়ির সামনে ধরনায় প্রেমিকা। গলায় ঝোলানো প্ল্যাকার্ড নিয়ে প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকা । আর তা জানতে পেরেই উপচে পড়া ভিড় এলাকার মানুষজনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

Lover Protest
নিজস্ব চিত্র : নিজের স্বামী ও সন্তানদের ছেড়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় প্রেমিকা

যদিও ধর্ণায় বসা সালমা খাতুনকে পাত্রের পরিবারের পক্ষ থেকে ধমকানি দেওয়া হলেও উঠতে নারাজ সালমা।পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার হাটপুকুর গ্রামের বাসিন্দা সালমা খাতুনের সাথে প্রায় ৮ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চন্দ্রকোনার ক্ষীরপাই পৌর এলাকার কাশিগঞ্জের বাসিন্দা সেনাবাহিনীর কর্মী মুজিবর চৌধুরীর সাথে। সালমার অভিযোগ মুজিবরের সঙ্গে প্রায় ৮ বছর ধরে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠলে সেই ঘটনার কথা জানতে পের সালমার পরিবার অন্যত্র বিয়ে দিয়ে দেয়।

তারপরেও মুজিবর সালমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করেনি। একাধিকবার প্রলোভন দেখাতে থাকে সালমাকে। অভিযোগ সালমাকে মুজিবর বলে,’ তুমি তোমার স্বামীকে ছেড়ে দিয়ে চলে আসো। আমি তোমায় বিবাহ করব’।এমনকি একাধিকবার সহবাস করা ও লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ তুলেছে সালমা তার প্রেমিকের বিরুদ্ধে।

অবশেষে সালমা তার স্বামী ছেড়ে বাপের বাড়িতে চলে আসলে এই দিকে মুজিবর সালমাকে বিয়ে করতে অস্বীকার করে। তাই সালমা মুজিবরের কাছে তার স্ত্রীর অধিকারের দাবিতে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় বসে। সালমার দাবি এ বিষয়ে তিনি চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। এ বিষয়ে মুজিবর এর কাছ থেকে কোন প্রতিক্রিয়া না মিললেও,মুজিবরের পরিবারের দাবি,তাদের ছেলেকে ফাঁসানো হচ্ছে।

তাদের ছেলে জানত না যে এই মেয়ের বিয়ে হয়েছে,অল্প কিছুদিন ধরে তাদের ছেলের সাথে ওই মেয়ের প্রেম ভালোবাসা গড়ে উঠেছিল। উল্টে তাদের ছেলের কাছ থেকে এই মেয়ে অনেক টাকা নিয়েছে বলে অভিযোগ।আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্ষীরপাইয়ের কাশীগঞ্জে প্রেমিক মুজিবরের পাড়ায়।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Lover Protest

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.