Home » Coromandel Express Accident : মামার দেহ সৎকারের পরেই কর্মস্থলে রওনা! বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল তমলুকের যুবকের

Coromandel Express Accident : মামার দেহ সৎকারের পরেই কর্মস্থলে রওনা! বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল তমলুকের যুবকের

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: পূর্ব মেদিনীপুরের তমলুক থানার শ্রীরামপুর এলাকার বছর ৩০শের শেখ আজিমুদ্দিনের মামা বাড়ি ওড়িশার বালেশ্বরে। মামার মৃতদেহ সৎকার করার পরেই মামা বাড়ি থেকে কেরালার শ্রমিকের কাজে যাওয়ার জন্য বালেশ্বর স্টেশনে থেকেই করমন্ডল এক্সপ্রেসে (Coromandel Express) উঠেছিলেন আজিমুদ্দিন। ট্রেনে ওঠার সময় স্টেশনেই বোনের সাথে শেষ কথা হয়। ট্রেনে ওঠার কয়েক কিলোমিটার যাওয়ার পরেই দুর্ঘটনার কবলে পড়ে করমন্ডল এক্সপ্রেস।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

নিজস্ব চিত্র

এরপরেই খবর জানাজানি হতেই যুবককে বাড়ি থেকে বারংবার ফোন করা হলেও ফোন ধরেননি তিনি ।এরপর বালেশ্বর থেকে ফোন করে জানানো হয় বালেশ্বরের বাহানগায় ট্রেন দুর্ঘটনায় তাদের ছেলের মৃত্যু হয়েছে।খবর পাওয়া মাত্রই আত্মীয় পরিজন রওনা দেন দুর্ঘটনাস্থলে। সেখানেই দেখেন যে আজিমুদ্দিনের মৃতদেহ পড়ে রয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই শনিবার সকাল থেকেই মৃতের বাড়িতে লোকজন এসে জড়ো হয়। মৃতের পরিবারের আবেদন যে রোজগেরের ছেলে দুর্ঘটনায় মৃত্যুর পর পুরো পরিবারটাই অর্থনৈতিক ভাবে ভেঙে পড়বে।

Coromandel Express Accident

নিজস্ব চিত্র

দুটো ছেলে ও বাবা মা কে নিয়ে সংসার আজিমুদ্দিনের।দুটো ছেলেকে নিয়ে এইমুহুর্তে কীভাবে চলবে সংসার? ভেবে পাচ্ছেন না মৃতের বোন।তার দাবী সরকার তাদের আর্থিক সাহায্য করুক।এই মুহূর্তে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ থেকে অনেকেই চিকিৎসা করাতে যান চেন্নাইতে। বহু পরিযায়ী শ্রমিকও ভিনরাজ্যে কাজের তাগিদে এই করমন্ডল এক্সপ্রেসে ছিলেন। দুর্ঘটনায় তাঁদের মধ্যে জখম হয়েছেন অনেকে। অনেকর আবার খোঁজ মিলছে না। হন্যে হয়ে খুঁজছেন পরিজনরা।

আরও পড়ুন : বন সহায়কের ১০০ পদে পশ্চিম মেদিনীপুরে আবেদন ২৫ হাজার, রয়েছেন বি টেক, এমএ, এমএসসি ডিগ্রিধারীরা

আরও পড়ুন : রেলবাজেটে ঘোষণা হলেও রেলপথ হয়নি, ঘাটালে রেলপথের দাবিতে এবার সোশ্যাল মিডিয়ায় ঝড়

শুক্রবার সন্ধ্যা নাগাদ বালেশ্বর থেকে প্রায় ২০ কিমি দূরে বাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমন্ডল এক্সপ্রেস। জানা গিয়েছে যশবন্তপুর -হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের তিনটিরও বেশি কামরা লাইনচ্যুত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হাওড়া থেকে বেঙ্গালুরুগামী যশবন্তপুর -হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস পাশাপাশি ধাক্কা খায় করমন্ডল এক্সপ্রেসের লাইনচ্যু্ত কামরার সঙ্গে। ধাক্কার জেরেই লাইনচ্যু্ত হয়ে যায় ওই এক্সপ্রেসের কামরাও।সংঘর্ষের তীব্রতায় খেলনা গাড়ির মতো লাইন থেকে ছিটকে পড়ে কামরাগুলি। ট্রেন থেকে বহু যাত্রী ছিটকে পড়ে লাইনে বলে জানিয়েছেন এলাকায় থাকা প্রত্যক্ষদর্শীরা।

আরও পড়ুন : শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী, করলেন দুই আদিবাসী কন্যার নামকরণ

আরও পড়ুন : “আদিবাসী-কুড়মিদের মধ্যে লড়াই লাগাতে চাইছে বিজেপি”, শালবনীতে তোপ মমতার, ঝাড়গ্রামে কনভয়ে হামলায় আটক কুড়মি নেতা

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Coromandel Express Accident

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.