Home » Panchayat Election : পঞ্চায়েত ভোটে শাসকদলের “তুরুপের তাস” লক্ষ্মীর ভাণ্ডার, ষাট বছরের পরও পাবে ১ হাজার টাকা

Panchayat Election : পঞ্চায়েত ভোটে শাসকদলের “তুরুপের তাস” লক্ষ্মীর ভাণ্ডার, ষাট বছরের পরও পাবে ১ হাজার টাকা

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পঞ্চায়েত ভোটের আগে “লক্ষ্মীর ভাণ্ডার” প্রাপকদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ষাট বছর পরেও মিলবে ১ হাজার টাকা প্রতি মাসে। এমনই ঘোষণা মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রীর। পঞ্চায়েত ভোটের আগে বড় চমক বলে মনে করছে রাজনৈতিক মহল। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পেছনে লক্ষ্মীর ভাণ্ডারের বড় ভূমিকা ছিল বলে শাসকদলের মত।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Panchayat Election
নিজস্ব চিত্র

তাকেই সামনের পঞ্চায়েত ভোটে “তুরুপের তাস” করতে চলেছে। গ্রাম্য এলাকায় অভাব অনটনের সংসারে মাসে ১ হাজার টাকাটা অনেক বড় হয়ে দাঁড়ায় সময়ে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারা ষাট বছর পর ১ হাজার টাকা করে পাবেন। নতুন করে আর ফর্ম পূরণ করতে হবে না। মার্চ মাস থেকেই শুরু হবে।” নতুন করে রাজ্যে ৪৬০০০ হাজার জন এই প্রকল্পের সুবিধা পাবেন। এদিন মেদিনীপুর সার্কিট হাউস থেকে সভাস্থলে সকাল এগারোটায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Panchayat Election

Panchayat Election
নিজস্ব চিত্র

সরকারি বিভিন্ন পরিষেবা বিলি করেন। ৯৬ টি প্রকল্পের শিলান্যাস ও ৪৫ টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কন্যাশ্রী, সবুজ সাথী, কৃষকদের বিভিন্ন পরিষেবা, পাট্টা, ধামসা মাদল, চশমা সহ বিভিন্ন পরিষেবা সভা মঞ্চ থেকে উপভোক্তাদের হাতে তুলে দেন। মঞ্চে এক শিশুকে কোলে নেন মুখ্যমন্ত্রী। পরে সাংসদ দীপক অধিকারী (দেব) কোলে নেন। ধামসাও বাজান মুখ্যমন্ত্রী ও দেব। পরে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিম মেদিনীপুর জেলায় আজকেই চার লক্ষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে যাবে।

আরও পড়ুন : কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র, জীবনটাকে অনলাইন করে দিচ্ছে, মেদিনীপুরে তোপ মমতার

আরও পড়ুন : মেদিনীপুরে জোড়া মসজিদে ‘মওলা পাকের’ উরস উৎসবে এলো বাংলাদেশের ট্রেন, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আমি এই প্রোগ্রামগুলো জেলায় জেলায় এজন্য করছি যাতে বিভিন্ন সরকারি সুবিধা পড়ে না থাকে।” তিনি বলেন, এ জেলায় ৪৭০০০ সাইকেল, ৪৬০০০ হাজার নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার, ২৫০০০ খাদ্যসাথী, ৩৬০০০ হাজার স্বাস্থ্যসাথী, ১৮০০০ কন্যাশ্রী, ১৬০০০ কাস্ট সার্টিফিকেট, ৬১০০০ বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, ৫৮০০০ রূপশ্রী সহ বিভিন্ন সরকারী পরিষেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি দুয়ারে সরকার শিবিরে রাজ্যে এ পর্যন্ত ৯ কোটি ৬ লক্ষ মানুষ এসেছেন। আবেদন করেছেন ৭ কোটি ৩৪ লক্ষ। পরিষেবা পেয়েছেন ৬ কোটি ৮২ লক্ষ। বিভিন্ন পরিষেবা প্রদান, শিলান্যাস ও উদ্বোধন অনুষ্ঠান শেষে বেলা ১২ টা নাগাদ মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে রওনা দেন পুরুলিয়ার উদ্দেশ্যে।

আরও পড়ুন : বন দফতরের অফিস থেকে ঢিল ছোঁড়া দুরত্বে তাণ্ডব চালালো হাতির পাল

আরও পড়ুন : মেদিনীপুরে পৌঁছালেন মুখ্যমন্ত্রী, উদ্বোধন ও শিলন্যাস ৭৫৫ কোটির

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Panchayat Election

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.