পত্রিকা প্রতিনিধি : বালি গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। বুধবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে, ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরি এলাকায়। মৃত ব্যক্তির নাম প্রশান্ত শাসমল(৩০)। বাড়ি সাঁকরাইল ব্লকের মহুলি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশান্ত বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে সাঁকরাইল বাজার এলাকার পেট্রোল পাম্পের কাছে তিনি দাঁড়িয়ে ছিলেন। পিছন থেকে আশা একটি বালিবোঝাই ট্রাক ওই ব্যক্তিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুর খবর জানাজানি হতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বালি গাড়ির ধাক্কায় মৃত্যুকে মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসী দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। ইতিমধ্যে সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
0