পত্রিকা প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর জেলায় দীর্ঘদিন ধরে ফুল চাষিরা কোলাঘাট ফুল মার্কেটে ফুল বিক্রি করতো।কিন্তু ভয়ঙ্কর সংক্রমন ভাইরাস করোনার প্রভাবের ফলে ভিড় এড়াতে তাঁরা কোলাঘাট হলদিয়া মোড় ওভার বীজ্র এর নিচে কয়েকদিন ধরে ফুল বিক্রি শুরু করে।কিন্তু আজ আচমকাই কোলাঘাট থানার পুলিশ গিয়ে ফুল চাষীদের উপর অমানবিক ভাবে লাঠি চালায়। পুলিশের লাঠিপেটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কোলাঘাট থানার সামনে বিক্ষোভ অবস্থান শুরু করে ফুল চাষিরা।তাঁদের দাবি কোলাঘাট ফুল বাজারে ভিড় এড়াতে আমরা বিকল্প হিসেবে কোলাঘাট হলদিয়া মোড় ওভারব্রিজের কাছে ফুল নিলাম শুরু করি,এবং এখানেই আমরা আমাদের ফুল বিক্রি করব এমনটাই দাবি নিয়ে কোলাঘাট থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে। উপস্থিত ছিলেন বিধায়ক ইব্রাহিম আলি ও রেড ভলেনটির্য়াসের সদস্যরা।তবে কোলাঘাট থানায় এই বিষয়ে জানানো হলে থানার দ্বায়ীত্বপ্রাপ্ত পুলিশ আধিকারি এর কাছ থেকে এ বিষয়ে কোন উত্তর পাওয়া যায়নি।প্রতিবাদী যুবক দেবব্রত পট্টনায়েক বলেন ফুল চাষিদের উপর যে অমানবিক অত্যাচার তার প্রতিবাদে এবং ফুল চাষিদের স্বজন পোষণ এর হাত থেকে রক্ষা করতে আমরা আজ সরব হয়েছি।এবং ফুল ব্যাবসার জন্য একটি উপযুক্ত স্থান বেছে, ওই স্থানে ফুল বিক্রি ও স্থায়ী মার্কেট গড়ে তোলার চিন্তা ভাবনা করছি।তমলুকের সাংসদ দিবেন্দ্যু অধিকারী জানায় ওই জায়গায় ফুল ব্যাবসায়ীদের ব্যাবসাকে কেন্দ্র করে রেল কতৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ আজ হয়তো পদক্ষেপ নিয়েছে।তবে আজকের এই ঘটনা কে বিক্ষিপ্ত ঘটনা বলে মনে করি।তবে আমি জেলা পুলিশ সুপার কে অনুরোধ জানিয়েছি যে,এই ঘটনায় যদি পুলিশ প্রশাসন যুক্ত থাকে তার বিরুদ্ধে যথাযত ব্যাবস্থা নেওয়ার জন্য।
0