পত্রিকা প্রতিনিধি:আমফান ঘূর্ণিঝড় কেটে যাওয়ার পর এখনোও পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত গ্রামের বিদ্যুৎ বিপর্যয় মোকাবেলায় বিদ্যুৎ কর্মীরা দিনরাত কাজ করে চলেছে।কোথাও আবার বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি সচল হয়ে উঠেছে।এমতাবস্থায় বুধবার
টিভির সঙ্গে কেবিল লাইনের সংযোগ করতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু হল শোভন জানা(৭৬)নামের এক ব্যক্তির,আহত এক যুবক।বুধবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরে খেজুরি ২ নং ব্লকে বটতলা গ্রামে।জানা গিয়েছে,এদিন দুপুরে বাড়িতে ইলেকট্রিক আসার পরেই বাড়ির টিভির সঙ্গে কেবল সংযোগ করতে গিয়ে হঠাৎই বিদুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় বাবা।এরপর ঘটনাটি দেখতে পেয়ে তার ছেলে ছুটে এসে ইলেকট্রনিক বোর্ডে সুইচ বন্ধ করতে গিয়ে হঠাৎই সে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।এরপর পরিবারের সদস্যরা তাদের দুজনকে খেজুুুরী শিল্লাবেড়্যিয়া হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হল বাবার,গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছেলে।
0