Covid in Kharagpur
আরও পড়ুন ঃ–পশ্চিম মেদিনীপুরে করোনা পরিস্থিতি সামাল দিতে জরুরী বৈঠক প্রশাসনের
পত্রিকা প্রতিনিধিঃ দেশে করোনা ঝড় যেন থামছেই না। বরং রোজই নয়া গতিতে বেড়েই চলেছে। ভয়ানক দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি। আর এর মাঝেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল খড়গপুর আই আই টি’র ৫৩ বৎসর বয়সের এক কর্মীর । তার বাড়ি খড়গপুর পুরসভার ৩৪ নং ওয়ার্ডের তালবাগিচা রবীন্দ্রপল্লী এলাকায়। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ে খড়গপুরে এই প্রথম কোনও ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল। ফলে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর।
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই সামান্য অস্বস্তি অনুভব করেছিলেন ওই ব্যক্তি। ঠান্ডা লাগার একটা অনুভব ছিল সঙ্গে সামান্য গলা ব্যথা কিন্তু তারই মধ্যে কাজ করে যাচ্ছিলেন তিনি। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি খড়গপুর বি সি রায় হাসপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসা করে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। তবে বাড়ি ফিরে এলে পুনরায় তার শারীরিক সমস্যা দেখা দেয়। এরপর তাকে পরিবারের সদস্যরা ওই হাসপাতালে নিয়ে গেলে গতকাল তার মৃত্যু হয় । এরপর তার করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যাচ্ছে। তবে এই খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তবে এই ঘটনার পর প্রশাসনের উদ্যোগে ওই ব্যক্তির বাড়ি সহ গোটা এলাকা স্যানিটাইজ করা হয়। তবে এই ব্যক্তির সংস্পর্শে কারা এসেছিল তা খতিয়ে দেখছে প্রশাসন ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Covid in Kharagpur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore