পত্রিকা প্রতিনিধি :খড়্গপুর মহকুমা হাসপাতালের স্ত্রী ও প্রসূতি বিভাগে ভর্তি ছিলেন ৪২ জন রোগী। রবিবার দুপুরে সামান্য কিছু উপসর্গ দেখা দেওয়ায় এক প্রসূতির অ্যান্টিজেন টেস্ট করানো হয়, দেখা যায় তিনি সংক্রমিত। এরপরই ভর্তি থাকা কিছু প্রসূতিকে ছুটি দিয়ে দেওয়া হয় এবং বাকিদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে মহকুমা হাসপাতাল সূত্রে। হাসপাতালের ওই ওয়ার্ডটি জীবাণুমুক্ত করা হয় এবং আপাতত কয়েকদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঐ প্রসূতি’র সংস্পর্শে থাকা স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং শীঘ্রই তাদের করোনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে।
এদিকে, জেলা স্বাস্থ্য ভবনের রবিবার রাতের করোনা রিপোর্ট অনুযায়ী, খড়্গপুর শহরে নতুন করে আরো ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। জনস্বাস্থ্য ও কারিগরী দপ্তরে কর্মরত ইন্দা খড়্গেশ্বর মন্দির লাগোয়া এলাকার এক যুবক সংক্রমিত হয়েছিলেন সম্প্রতি। রবিবার তাঁর বাবা (৬৯) ও স্ত্রী(৩৩)’র রিপোর্টও পজিটিভ এসেছে। অপরদিকে, ২৮ নং ওয়ার্ডের ঝাপেটাপুর এলাকার এক নার্সিংহোমের মালিকের স্ত্রী (৫১)’র করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল শনিবার রাতে। তাঁর নিজের রিপোর্ট অবশ্য নেগেটিভ এসেছিল। রবিবার ঐ দম্পতির দুই সন্তান সহ পরিবারের আরো এক জনের রিপোর্ট পজিটিভ এসেছে। খড়্গপুর শহরের ভবানীপুর এলাকার এক ৩৮ বছর বয়সী যুবকেরও করোনা রিপোর্ট এদিন রাতে পজিটিভ এসেছে।