Kharagpur IIT
আরও পড়ুন ঃ-খড়্গপুরে Corona সংক্রমিত রোগীদের জন্য বিনামূল্যে ‘কোভিড টোটো ‘
পত্রিকা প্রতিনিধিঃ চোখ রাঙাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। চমকে দিয়ে রোজ নিজের রেকর্ড নিজেই ভাঙছে দৈনিক সংক্রমণ। বাংলায় ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আর এই পরিস্থিতিতে আংশিক লকডাউনের পথে হাঁটছে এরাজ্য । কিন্তু গোটা দেশে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাতে আবারও কি দেশজুড়ে লকডাউনের সম্ভাবনা রয়েছে? । এই পরিস্থিতিতে আগামীকাল , ১৪ ই মে থেকে ১০ দিনের জন্য বন্ধ থাকবে খড়গপুর আইআইটি।
তবে ছাড় মিলবে জরুরি পরিষেবায়। তবে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষের এক নির্দেশিকায় জানানো হয়েছে, আইআইটি খড়্গপুর শিক্ষা প্রতিষ্ঠান আগামী ১৪ ই মে থেকে ২৩ শে মে পর্যন্ত বন্ধ থাকবে। ক্লাস হবে অনলাইনে। তাছাড়া আইআইটি’র অধ্যাপক-অধ্যাপিকা , শিক্ষাকর্মী বা অন্যান্য সকল কর্মীরা বাড়ি থেকেই নিজেদের কাজ করবেন। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে জড়িত কর্মীরা ক্যাম্পাসের মধ্যে নিজেদের কাজ করতে পারবেন। তবে ইআইটি ক্যাম্পাসের ভেতরে থাকা কেউ এই সময়কালের মধ্যে বাইরে যেতে পারবেন না এবং এই সময়ের মধ্যে বাইরের কেউ ভেতরে ঢুকতে পারবেননা শুধুমাত্র জরুরি কোনো কারণ ছাড়া। তবে আআইটি খড়্গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা বাজার বা দোকানপাট সকাল ৭ টা থেকে ১০ টা এবং বিকাল ৫ টা থেকে ৭ টা পর্যন্ত খোলা থাকবে। কোভিড বিধি মেনে ভেতরের দোকানপাট খুলতে হবে এবং কেনাকাটা করতে হবে। ৬. আইআইটি ক্যাম্পাসের মধ্যে থাকা সেলুন, বিউটি পার্লার, জিমনেশিয়াম, সুইমিং পুল, রেস্টুরেন্ট প্রভৃতি বন্ধ থাকবে। ৭. জরুরি কারণ ছাড়া কোনোভাবেই ক্যাম্পাসের ভেতরে ঢুকতে দেওয়া হবেনা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Kharagpur IIT
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore