পত্রিকা প্রতিনিধি: জেলা স্বাস্থ্য দফতরের শনিবারের রাতের আর.টি.পি.সি.আর. ও অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্টে পশ্চিম মেদিনীপুরে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১৯১ জন। অ্যান্টিজেন পরীক্ষায় মেদিনীপুর শহর ( ৩৯ জন), খড়্গপুর (২৪), সবং, দাঁতন, মোহনপুর,দাসপুর, কেশপুর, ডেবরা ও বেলদা নিয়ে মোট ৫৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। kharagpur news, kharagpur news, kharagpur iit, iit mews, kharagpur bengali news, latest bengali news, biplabi sabyasachi news
শনিবারের (২৯ আগস্ট ) অ্যন্টিজেন ও আর.টি.পি.সি আর. এর রিপোর্টে খড়্পুরে মোট করোনায় আক্রান্ত ৪৫জন।অ্যন্টিজেণ পরীক্ষায় রেল শহরের ওয়ার্ড নং ২৩ এর ইন্দা সংলগ্ন গোয়ালাপাড়া এলাকায় এক ব্যক্তির (৩৫) করোনা রিপোর্ট পজিটিভ আসে । খড়্গপুর পুরসভার ২৪ নং ওয়ার্ডের সঞ্জল এলাকায় দুই ব্যক্তি (৩৭ ও ৪৩ বছর) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায় । তবে এরা প্রত্যেকেই উপসর্গহীন। রেলশহরের মালঞ্চার অন্তর্গত বিবেকানন্দ পল্লীতে এক বৃদ্ধার (৫৫) করোনা রিপোর্ট পজিটিভ আসে। খড়্গপুরের ঝাপেটাপুর এলাকায় তিন জন (যুবক-২২, কিশোর-১২, বৃদ্ধা-৫৮) করোনায় আক্রান্ত হয়েছেন । জেলার শীর্ষস্থানীয় ‘করোনা যোদ্ধা’ খড়্গপুর মহকুমা হাসপাতালের সহকারী সুপার করোনা সংক্রমিত হলেন।
আরও পড়ুন- বৃহস্পতিবারের অ্যন্টিজেন পরীক্ষায় মেদিনীপুর শহরে করোনায় আক্রান্ত ৮ , রেলশহরের ৮ জন সহ জেলায়
খড়্গপুর মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার- নবনির্মিত, সেফ হোমের দায়িত্বেও ছিলেন তিনি। সবমিলিয়ে, জেলার একজন প্রথমসারির করোনা যোদ্ধা ছিলেন তিনি (২৭)।খড়্গপুর মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানিয়েছেন, র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ওনার রিপোর্ট আজ পজিটিভ এসেছে। সূত্রের খবর অনুযায়ী, আরো কয়েকজন স্বাস্থ্যকর্মীর আজ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছিল। সহকারী সুপার ছাড়াও আরো দু’একজনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে।
আই.আই.টি খড়্গপু্রে এই নিয়ে মোট করোনায় আক্রান্ত হলেন ১৫জন। বুধবার ৬ জনের পরেও বৃহস্পতিবার ফের অ্যন্টিজেন পরীক্ষায় ফের ২জন করোনায় আক্রান্ত হন। শনিবার রাতের রিপোর্ট অনুযায়ী খড়্গপুর আই.আই.টি তে আবারও ৩ জন (ব্যক্তি-৪৪, যুবতী-১৯, কিশোরী-১৩) করোনায় আক্রান্ত হন।
রেলশহর খড়্গপুরে ১৬ নং ওয়ার্ডের ভগবানপুর এলাকায় মোট ৩ জন (মহিলা-৩২, যুবক-২০, যুবতী-২৮) এর করোনা রিপোর্ট পজিটিভ আসে। যদিও তাঁরা প্রত্যেকেই উপসর্গহীন। রেলশহরের ৮ নং ওয়ার্ডের রাজাগ্রাম (মহিলা-৩৪)ও খরিদা সংলগ্ন বাঙালী পাড়ায় ( যুবতী-৩০) করোনায় আক্রান্ত হন। এদের শরীরেও বিশেষ কোনো উপসর্গ নেই। ১৭ নম্বর ওয়ার্ডের খরিদা সংলগ্ন বিধানপল্লী এলাকায় এক বৃদ্ধের (৬০) করোনা রিপোর্ট পজিটিভ আসে।অপরদিকে শুক্রবারের আর.টি.পি.সি.আর এর রিপোর্টে খড়্গপুর শহরে মোট ২১ জন আক্রান্তের খবর মেলে। সুভাষপল্লি এলাকায় এক বৃদ্ধ (৮৬) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। খড়্গপুর পুরসভায় খরিদার বনালিপাড়ায় (মিনাল মন্দিরের কাছে) একই পরিবারের ৩ জন (পুরুষ-৪৮, কিশোরী-১০, কিশোরী-৭) করোনায় আক্রান্ত হয়েছেন। খড়্গপুর নিউ সেটেলমেন্ট (রেলের আবাসন MSD1, unit 4) এলাকায় ফের একই পরিবারের তিনজনের (যুবক-২১, যুবক-২৭, যুবতী-২৩) করোনা রিপোর্ট পজিটিভ আসে।এছাড়াও ওই একই আবাসনের এক বৃদ্ধ (৫৪) , এক বৃদ্ধা (৫১)সহ এক যুবতীর (১৯) করোনা রিপোর্ট পজিটিভ আসে। ছোট ট্যাংরা সংলগ্ন একটি ফ্ল্যাটে ৪৩ বছর বয়সী এক মহিলা আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। সঞ্জল (দুর্গা মন্দির)ও সাউথ সাইডের রেল আবাসন (বৃদ্ধ-৫৬, পুরুষ-৩৭) এলাকায় মোট ৩ জন আক্রান্ত হয়েছেন।
খড়্গপুরের মিরপুর এলাকায় একই পরিবারের দুই মহিলা (৪১ ও ৭৪) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। রেলশহরের ১৪ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী এলাকায় এক বৃদ্ধের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এছাড়াও খড়্গপুরের সর্বত্র করোনায় আক্রান্ত হয়েছেন ৫ জন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi