পত্রিকা প্রতিনিধি: করোনার ধুন্ধুমার ব্যাটিং চলছেই। ফের করোনার থাবা খড়গপুরে। কলকাতার এক বেসরকারি নার্সিং হোমে ভর্তি থাকা খড়গপুর শহরের এক বৃদ্ধের (৬২) করোনা সংক্রমনের হদিস মিলেছে ।খড়গপুর পুর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি ।জানা গিয়েছে তিনি রেলের অবসরপ্রাপ্ত কর্মী ।হূদযন্ত্রের সমস্যা নিয়ে প্রাথমিকভাবে মালঞ্চর চিকিৎসকের কাছে গেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হার্টের অবস্থা খারাপ থাকায় গত ৩ জুন রেলের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সরকারি নিয়ম অনুযায়ী চিকিৎসার আগে লালারসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষায় পাঠানো হলে শুক্রবার তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে।
এখন প্রশ্নের বিষয়, ওই ব্যাক্তি বাইরে কোথাও না যাওয়া সত্ত্বেও তার শরীরে করণা সংক্রমণ এলো কিভাবে? খড়গপুরে প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন আরপিএফ কর্মীরা । তারপর দেবলপুর ও আয়মা এলাকায় করোনার হদিস পাওয়া যায়। শেষ সংক্রমনের ঘটনা ঘটে খড়্গপুর মহকুমা হাসপাতালে কিচেনে কর্মরত এক যুবকের ।এর আগে প্রথম পশ্চিম মেদিনীপুর জেলায় মৃত্যু হয় খড়গপুর এর ৪৫ বছরের এক ব্যাক্তির।তবে এই বৃদ্ধের সংক্রমণ হওয়ার কারণ নিয়ে ধন্দে রয়েছে স্বাস্থ্য দপ্তর ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা ।
শুক্রবার গড়বেতায়একজন ও দাসপুরের দুজন নতুন করে করোণায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায় স্বাস্থ্য দপ্তর সূত্রে ।এদের মধ্যে দাসপুরের এক গৃহবধুর বাপের বাড়ি ডেবরা থানা এলাকায় কিছুদিন আগে বাপের বাড়ির একজন দাসপুরে তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।শুক্রবার ওই গৃহবধূর করোনা চিহ্নিত হওয়ায় সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকে গৃহবধূর নিজের বাড়ির একাংশ ও বাপের বাড়ির একাংশ কনটেইনমেন্ট জন করা হয়েছে ।
শুক্রবার জেলা স্বাস্থ্য দপ্তরের শেষ রিপোর্ট অনুযায়ী জেলায় নতুন করে ১০ জন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন। এদের মধ্যে ১জন মহিলা, বাকি ৯ জন পুরুষ ।মহিলার রিয়া রায়(২২) ঘাটাল পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের গড়প্রতাপনগরের বাসিন্দা । বাকি ৯ জন লক্ষীকান্ত শাসমল (৪২) ঘাটালের মোহন চকের ,গোবিন্দ মান্না (২৪) দাসপুর ২ ব্লকের চককিশোর গ্রামের,কানাই পাত্র (৪৪)দাসপুর ৩ ব্লকের জোতগোবর্ধনপুর গ্রামের ,দিগন্ত জানা (২০) মাদপুর থানার লছমাপুর এলাকায় , প্রলয় চক্রবর্তী (৩১)সরবেড়িয়া ২ গ্রাম পঞ্চায়েতের ধনখাল গ্রামের , তাপস গুছাইত(২৪) দাসপুর ২ ব্লক এর চক সুলতান গ্রামের , প্রসেনজিৎ মালিক (২২) ঘাটালের বীরসিংহ পুর গ্রাম পঞ্চায়েতের সেকেন্দারপুর গ্রামের ,কাঞ্চন প্রামানিক (২৯) চন্দ্রকোনা ১ ব্লকের মাড় গ্রামের , হাসিবুল খান (৩৭)কেশপুর থানার পঞ্চমীর বাসিন্দা বাড়ি ফিরেছেন ।
অপরদিকে কনটেইনমেন্ট জন পশ্চিম মেদিনীপুর জেলায় বাড়লো আরো সাতটি । পূর্ব মেদিনীপুরে কনটেইনমেন্ট জোনসংখ্যা ১৪ টি ।পশ্চিম মেদিনীপুর জেলায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা ৩৭ টি । দুই জেলায় মোট কনটেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১।
3