Home » Kharagpur Belda Local Train : চালু হল বেলদা-খড়্গপুর মেমু লোকাল

Kharagpur Belda Local Train : চালু হল বেলদা-খড়্গপুর মেমু লোকাল

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : অবশেষে ফের চালু হল বেলদা-খড়্গপুর মেমু লোকাল। মঙ্গলবার বেলদা স্টেশন থেকে সকাল ছটায় ছেড়ে খড়্গপুরের দিকে রওনা দেয়। দীর্ঘদিন পর ট্রেনটি চালু হওয়ায় খুশি এলাকার মানুষ।

এদিন সকালে ট্রেনের চালক ও গার্ডকে সম্বর্ধনা দেওয়া হয়েছে বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি এবং বিজেপির পক্ষ থেকে। গত ১০ অগস্ট ট্রেনটি চালানোর কথা প্রথমে রেল জানালেও পরে ফের অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছিল দক্ষিণ পূর্ব রেলওয়ে।

যা নিয়ে ক্ষোভ ছড়িয়ে ছিল যাত্রী ও এলাকাবাসীর মধ্যে। গত করোনার ফলে লকডাউনের সময় থেকেই বন্ধ হয়ে যায় ট্রেনটি। তারপর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও ট্রেনটি এতদিন চালু করেনি রেল। একাধিকবার আন্দোলনে নেমেছিলেন বেলদার মানুষ।

অবশেষে ট্রেনটি ফের চালু হওয়ায় খুশি তারা। যদিও তাদের দাবি, পূর্বের মতো ট্রেনটিকে হাওড়া পর্যন্ত চালানো হোক। যা নিয়ে ফের তারা আন্দোলনে নামবেন। বিজেপির দাবি, তাদের সাংসদ দিলীপ ঘোষের তৎপরতায় চলল ট্রেন।

অন্যদিকে নাগরিক কমিটির সম্পাদক রামলাল রাঠি বলেন,” আমাদের আন্দোলনের জয়। পুরনো বেলদা-হাওড়া ট্রেনটি ফেরানো হোক।” এদিন ফের খড়্গপুর-বালেশ্বর লোকালটিও চালু হয়েছে।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.