0
চাকা ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হলে মারুতি ভ্যানের মধ্যে ছয়জন থাকা অবস্থায় গুরুতর আহত হয় কেশপুর বাজারের ওপর দশ চাকা ডাম্পারের উল্টে যায় ঘটনাস্থলে ডাম্পারের ড্রাইভারকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনাস্থলে ৬ জনকে তুলে নিয়ে আসে মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটাল এদের মধ্যে ৬জন শ্রমিক চেন্নাইতে কাজ করতো বলে পারিজাত শ্রমিক বলে হুগলির গোঘাট এলাকায় বাসিন্দা পথেই যাবার সময় কেশপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পত্রিকা প্রতিনিধি : কেশপুরে মর্মান্তিক পথদুর্ঘটনা । স্থানীয় বাসিন্দারা জানান , কেশপুর কলেজ বাস প্রতীক্ষালয়ের ঠিক ৫০ মিটার আগেই মারুতি ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষ হয় । মারুতি তে থাকা ৬ জন যাত্রী গুরুতর ভাবে আহত । চালক আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।চেন্নাই থেকে ফেরার পথে কেশপুর এলাকায় মারুতি ভ্যান এর সাথে