Home » Keshpur : প্রথমবার কেশপুরে মিছিল করলো বামদল এসইউসিআই

Keshpur : প্রথমবার কেশপুরে মিছিল করলো বামদল এসইউসিআই

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সিপিএম থেকে তৃণমূলের শাসনকালে সর্বদা উত্তপ্ত কেশপুর। বিরোধীদের প্রচারে বাধা দেওয়া, হামলার ঘটনা লেগেই থাকত। বিরোধীরা সেভাবে প্রচার করতে পারত না সন্ত্রাসের ভয়ে। সেই কেশপুরে প্রথমবার নির্বাচনী মিছিল করলো বামদল এসইউসিআই। তবে এর আগে পথসভা করতে গিয়ে তৃণমূলের দুষ্কৃতিদের হাতে হেনস্তা হওয়ার ঘটনাও ঘটেছে বলে দলের তরফে জানানো হয়েছে। তবে কেশপুরের সাধারণ মানুষ সেই হেনস্তা রুখেও দিয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যে বিধানসভায় নেই তাদের কোনো আসন। কেন্দ্রেও নেই।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Keshpur
নিজস্ব চিত্র

পঞ্চায়েত নেই কেশপুরের বুকে। তারপরেও এসইউসিআই-কে ভয় কেন? দীর্ঘ কয়েক দশক কেশপুর ক্ষমতার হিংস্র রাজনীতির শিকার। সমস্ত শাসক এখানে তাদের নির্মম স্বৈরাচারী সংস্কৃতির চর্চা করেছে। দীর্ঘ সময় ধরে সন্ত্রাস কবলিত কেশপুরে প্রথমবার বামপন্থার মর্যাদা রক্ষার দাবিতে লাল পতাকা নিয়ে মিছিল করল এসইউসিআই। মঙ্গলবার সকাল দশটা নাগাদ ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীনেশ মেইকাপের সমর্থনে কেশপুর বাজারে নির্বাচনী মিছিল ও সভা করে। ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু, কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবি, শিক্ষা-স্বাস্থ্য-বিদ্যুতের বেসরকারিকরণের বিরুদ্ধে পথসভা থেকে সোচ্চার হোন প্রার্থী দীনেশ মেইকাপ।

Keshpur

আরও পড়ুন : মাধ্যমিকে এবারেও সেরা দশে পূর্বের ৭ পড়ুয়া, পড়ুন বিস্তারিত

আরও পড়ুন : “আত্মবিশ্বাসই সাফল্যের চাবিকাঠি”! ঝাড়গ্রামে মাধ্যমিকে প্রথম অন্বেষার লক্ষ্য ইঞ্জিনিয়ারিং

কেশপুর কলেজ মোড় থেকে কেশপুর বাজারসহ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা জুড়ে এই মিছিল হয়। প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী দলের জেলা কমিটির সদস্য মনিশংকর পট্টনায়ক, সিদ্ধার্থ শংকর ঘাটা, বঙ্কিম মুর্মু, শীর্ষেন্দু শাসমল। মিছিল শেষে কেশপুর বাসস্ট্যান্ডে নির্বাচনী সভা করে। দীনেশ বাবু বলেন, “সিপিএমের শাসনকাল থেকে বর্তমান সময় কেশপুরে ক্ষমতা দখলে হিংস্র রাজনীতি সবসময়ই চলে। যারা সিপিএমের আমলে সন্ত্রাস চালাত তারা এখন তৃণমূলে। এর আগে পথসভা করতে গিয়ে হেনস্তার শিকার হতে হয়েছে। তবে এখানকার সাধারণ মানুষ প্রতিরোধে নামতেই তারা পিছু ঘটেছে।

আমাদের সংগঠন এখানে না থাকলেও আমাদের বক্তব্য মানুষের অন্তরে পৌঁছে গিয়েছে। আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিই না। আমরা বলি গণআন্দোলনকে শক্তিশালী করার কথা। রাজ্যে এবং কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় ক্ষমতায় থেকেছে। কিন্তু মানুষের মৌলিক সমস্যার সমাধান হয়নি। সমাধানের পথ একমাত্র গণআন্দোলন।” বেকারের কাজের দাবি সহ রাজ্যে তৃণমূল সরকারের লাগামহীন দুর্নীতি, সাম্প্রদায়িক বিজেপি ও ভোটসর্বস্ব সুবিধাবাদী সিপিএম-কংগ্রেস জোটকে পরাস্ত করতে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন দীনেশ বাবু।

আরও পড়ুন : জেলায় মেয়েদের মধ্যে প্রথম মেদিনীপুর মিশন গার্লসের তনুকা

আরও পড়ুন : মাধ্যমিকে জেলায় প্রথম মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ , প্রাপ্ত নম্বর ৬৮৮

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Keshpur

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.