Home » June Malia : ২০১৯ এর নির্বাচন ভাবাচ্ছে জুন মালিয়াকে? তৈরি হচ্ছে মহিলা ব্রিগেড

June Malia : ২০১৯ এর নির্বাচন ভাবাচ্ছে জুন মালিয়াকে? তৈরি হচ্ছে মহিলা ব্রিগেড

by Biplabi Sabyasachi
0 comments

June Malia: 2019 election thinking of June Malia? A women’s brigade is being created.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : যেকোনো দিন ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। তার আগে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী মেদিনীপুর বিধানসভার বিধায়িকা জুন মালিয়া। ২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়াকে হারিয়ে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ফলে এই কেন্দ্রটি তৃণমূলের কাছে খুবই কঠিন লড়াই বলেই মনে করছে রাজনৈতিক মহল। লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরদিন অর্থাৎ সোমবার মেদিনীপুরে এলেন জুন মালিয়া।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

June Malia
নিজস্ব চিত্র

পৌর এলাকার কর্মীদের সঙ্গে বৈঠক করেন। তৈরি থাকতে বলেন মহিলা ব্রিগেডকে। আগামীকাল থেকেই প্রচারে নামার বার্তাও দিয়েছেন তিনি। তবে ২০১৯ এর পরাজয় ভাবিয়ে তুলছে জুন মালিয়াকে! কর্মীদের তিনি বলেন, ২০১৯ এ যা হয়েছে ২০২৪ এ আমরা পাল্টে দেবো। এই বার্তাটাই আমরা পৌঁছে দেব। ২০১৯ এ যা হয়েছে তার রিপিট টেলিকাস্ট হবে না।” যদিও বিজেপি সাংসদ দিলীপ ঘোষের দাবি, “যেদিনেই ভোট হোক, এই কেন্দ্রে বিজেপিই জিতবে।” সোমবার বিকেলে মেদিনীপুর শহরে পৌঁছে একপ্রকার নির্বাচনী প্রচার সেরে ফেললেন জুন মালিয়া। পুষ্পস্তবক দিয়ে তাঁকে শুভেচ্ছাও জানান পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান সহ অন্যান্য নেতাকর্মীরা।

June Malia

আরও পড়ুন : প্রশাসন কড়া ব্যবস্থা নেয়নি! কেউ স্বামী হারা, কেউ সন্তান হারা, মহিলারা জোট বাঁধলেন চোলাই ভাটি ভাঙতে

আরও পড়ুন : বনদপ্তরের জমি দখল করে অবৈধ নির্মাণ মেদিনীপুর শহরে, বুলডোজার দিয়ে ভেঙে দিল বনদপ্তর

পরে কর্মী-সমর্থকদের নিয়ে শহরে বাইক নিয়ে বেরিয়ে পড়েন। স্লোগান ওঠে জুন মালিয়াকে ভোট দেওয়ার। বিভিন্ন মন্দির-মসজিদে গিয়ে প্রার্থনাও করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দল আমার প্রতি ভরসা করেছে লড়াই করার জন্য। সেই লড়াইয়ে জয় আসবেই।” অপরদিকে বিজেপি প্রার্থী যদি দিলীপ ঘোষ হন তাহলে কতটা লড়াই হবে? জুন মালিয়া বলেন, “দিলীপ দা একজন ভালো মানুষ, সিনিয়র পলিটিশিয়ান। দিলীপ দা যদি প্রার্থী হোন লড়াই তো হবেই। মেদিনীপুরের মানুষ যেভাবে আমাকে আপন করে নিয়েছে, বাকি ছ’টি বিধানসভার মানুষও আমাকে আপন করে নিবেন। আমার কাছে বড় অস্ত্র উন্নয়ন।”

আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে

আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

June Malia

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.