Home » জেলায় ‘নমামী গঙ্গে’ প্রকল্পে স্নাতক পাশে নিয়োগ, শীঘ্রই আবেদন করুন

জেলায় ‘নমামী গঙ্গে’ প্রকল্পে স্নাতক পাশে নিয়োগ, শীঘ্রই আবেদন করুন

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: নমামি গঙ্গে প্রকল্পে রাজ্যের ৫ জেলায় নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।কেন্দ্রীয় সরকারের জলশক্তি ও জলসম্পদ, নদী সংস্কার, গঙ্গা পুর্নজীবীকরণের পক্ষ থেকে জারি করা হয় হয়েছে কাজের সুযোগের সন্ধান।

ফাইল চিত্র

পশ্চিমবঙ্গের (West Bengal) পাঁচ জেলার প্রত্যেকটিতে একজন করে ডিস্ট্রিক্ট্র প্রজেক্ট অফিসার নিয়োগ করা হবে।উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ জুড়ে গঙ্গার তীর লাগোয়া মোট ২৬ জেলায় এই ধরণের নিয়োগ হবে। মোট ২৬ জেলার অধীনে ২৯৩৫টি গ্রামের গঙ্গা সংক্রান্ত কাজের দেখভাল করা হবে। পশ্চিমবঙ্গে ডিস্ট্রিক্ট্র প্রজেক্ট অফিসার নিয়োগ করা হবে মোট পাঁচটি। যথাক্রমে হাওড়া (Howrah), মালদা (malda), নদিয়া (Nadia), উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর (purba medinipur) জেলার জন্য একজন করে।

Advertisement
Advertisement

http://nyks.nic.in/compile/kenadd1.aspx. এই ওয়েবসাইটে গিয়ে দেখে নেওয়া যাবে যাবতীয় ডিটেইল।

যোগ্যতা- যে কোনও বিষয়ে স্নাতক। প্রয়োজনীয় অভিজ্ঞতা-নদীর দূষণ নিয়ন্ত্রণ ও পরিশুদ্ধ রাখার বিভিন্ন প্রক্রিয়া নিয়ে নূন্যতম দু’বছরের পড়াশোনা। একসঙ্গে অনেককে নিয়ে কাজ করার দক্ষতা। এমএস অফিস ও ইন্টারনেট সম্পর্কে স্বচ্ছ ধারণা। ম্যানেজমেন্ট, মধ্যস্থতা ও যোগাযোগ বজায় রেখে চলার ক্ষমতা।বয়স- সর্বোচ্চ ৩৫ বছর (১লা জানুয়ারি ২০২১ অনুযায়ী)। ভাষা দক্ষতা- হিন্দী ও ইংরেজিতে দক্ষতা। বেতন- মাসিক ৩৩ হাজার (কনসলিডেটেড অনারারিয়াম)। ছুটি- বছরে ১৫ দিন। সেই কোটা সম্পূর্ণ হয়ে গেলে নো ওয়ার্ক নো পে।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.