Landmine
আরও পড়ুন ঃ–নদীগর্ভে কৃষি জমি, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন মেদিনীপুর গ্রামীণের বাসিন্দারা
পত্রিকা প্রতিনিধি: ফের ‘ল্যান্ডমাইন’ (Landmine) উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল ঝাড়গ্রামের (Jhargram) নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের (Nedabahara Gram Panchayet) চাকু্য়া (Chakua) গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে গ্রামেরই এক চাষী তাঁর নিজের জমির ভেঙে যাওয়া আল মেরামত করছিলেন। সেই কাজ করার সময় জমির নীচে তিনটি ল্যান্ডমাইন (Landmine) জাতীয় জিনিস দেখেন। এরপরেই তিনি সমস্ত বিষয়টি পুলিশকে জানান। শুক্রবার সকাল হতে না হতেই ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ (JKhargram police) । গ্রামবাসীরা জানান, ল্যান্ডমাইন উদ্ধারের কিছুক্ষণ পরেই সকাল ৬ টা নাগাদ বিকট আওয়াজ শোনা যায় ।এর ফলে আশপাশের গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় এক গ্রামবাসী জানান, পুলিশের গাড়ি যখন ঢোকে তখন ভোরের আলো পরিষ্কার হয়নি। প্রচুর বৃষ্টি হচ্ছিল। তারপর সকাল ৬ টা নাগাদ ওই বিস্ফোরণের আওয়াজে সবার ঘুম ভেঙে যায় । আমার বাড়ির সামনে দিয়েই পুলিশের গাড়ি গিয়েছিল। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি পুলিশ কোদাল দিয়ে গর্ত ভরাট করে দিয়েছে। উদ্ধার হওয়া তিনটি ল্যান্ডমাইনের মধ্যে একটি গ্রামেরই ফাঁকা জায়গায় নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি গ্রামবাসীদের।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Landmine
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore