Health news Jhargram news
পত্রিকা প্রতিনিধি: সারা রাজ্যে যখন করোনাের সূচক নিম্নমুখী, তখন ঝাড়গ্রামে (Jhargram) সংক্রমণের জেরে সম্পূর্ণ লক ডাউন (Lockdown) করতে বাধ্য হল জেলা প্রশাসন। শুধু তাই নয় রাজ্যের ঘোষিত সময় পরিবর্তন করে জেলায় বাজার খোলার সময়ও ২ ঘন্টা কমিয়ে দেওয়া হয়।করোনার সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকার একাধিক সিদ্ধান্ত ঘোষণা করে। কিন্ত ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) প্রকাশ মৃধা (Prakash Mridha)ঘোষিত কর্মসূচি জেলায় রপায়িত করছেন না বলে অভিযোগ উঠেছে।
বিশিষ্ট চিকিৎসকরা যখন ঝুঁকি নিয়ে করোনারোধে কাজ করেছেন তখন মুখ্য স্বাস্থ্য আধিকারিক বেছে বেছে তাঁদেরকে সরিয়ে দেন। মহিলা চিকিত্সকের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন বলেও অনেকে অভিযোগ করেছেন। মোহনপুরের (Mohanpur) বিএম ও এইচ (BMOH) রণজিৎ ভট্টাচার্য (Ranjit Bhttacharjee) করোনা রোধে তৎপর হয়ে কাজ করছিলেন। মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাঁকে বদলি করে হেনস্তা করেন বলে অভিযোগ।
গোপীবল্লভপুরের (Gopiballavpur) বিধায়ক (MLA) ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো (Dr. Khagendranath Mahata) একসময় তপসিয়ার ব্লক স্বাস্থ্য আধিকারিক ছিলেন। তাঁকে ওখান থেকে সরিয়ে পাঠানো হয়েছিল উত্তরবঙ্গে। যদিও তৃণমূল তাঁকেই এলাকার বিধায়ক হিসাবে প্রার্থী করে এবং খগেন্দ্র বাবুর জয়ী হন। তৃণমূলের অভিযোগ ওই মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুধু তৃণমূল নয়, সরকারের বিরুদ্ধে লাগাতার কাজ করে চলেছেন । বিরোধী দলকে সুবিধা পাইয়ে দিতে প্রকাশ মৃধা ব্লক স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে নানান কাজ করে চলেছেন বলে জানিয়েছেন শাসকদলের নেতৃত্ব । এ ব্যাপারে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেন,’ কিছু লোক কুৎসা অপপ্রচার করছেন তাদের অভিযোগের উত্তর আমি দেব না। উচ্চপদস্থ কর্তা আধিকারিকদের সঙ্গে কথা বলে বা তাদের নির্দেশে কাজ করছি।’
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Health news
Jhargram news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore