পত্রিকা প্রতিনিধি ; করোনা রোধে দেশজুড়ে চলছে লকডাউন। মানুষ গৃহবন্দী। সরকারি নির্দেশিকায় দেশের সাধারন মানুষদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে। দেশজুড়ে এই লকড়াউন চলার ফলে পরিবেশ দূষণ অনেক কমে গেছে। তারই জেরে বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা জুড়ে দেখা যাচ্ছে ভিন্ন প্রজাতির বহু পাখি। যা সাধারণত দেখা যেত না। প্রসঙ্গত, বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির কারণে বহু প্রজাতির পাখি সে রকম ভাবে দেখা যেত না। বর্তমান লকড়াউনের জেরে বায়ু দূষণ, শব্দদূষণ অনেকটা কমে গেছে। যার ফলে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জলাশয়ে দেখা যাচ্ছে বহু ভিন্ন প্রজাতির পাখি। এই প্রসঙ্গে ঝাড়গ্রামের পশু চিকিৎসক ডঃ চঞ্চল দত্ত বলেন, লকডাউনে পরিবেশ দূষণ কম হওয়ায় ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জলাশয়ে দেখা যাচ্ছে বহু পরিযায়ী পাখি। যা সাধারণত দেখা যেত না।
লকডাউনে ডানা মেলে ফিরছে হারিয়ে যাওয়া ভিন্ন পরিযায়ী পাখি
You Might Also Like
Biplabi Sabyasachi
- Advertisement -