Home » মায়াচর দ্বীপ পরিদর্শনে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র

মায়াচর দ্বীপ পরিদর্শনে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র

by Biplabi Sabyasachi
0 comments

Soumen Mahapatra

আরও পড়ুন ঃপাঁশকুড়ায় রুপনারায়ন নদী গর্ভে ধসে গেল ২৫ টি দোকান, দুর্ভোগে ব্যবসায়ীরা

পত্রিকা প্রতিনিধিঃ ‘যশ’ (Yass)-এ বিধ্বস্ত পূর্ব মেদিনীপুর (East Medinipur)। একের পর এক গ্রাম ভাসিয়ে দিয়েছে নদী (River) ও সমুদ্রের (Sea)জল। আর সেই জলোচ্ছ্বাসে প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মহিষাদল (Mahishadal) বিধানসভার অন্তর্গত মায়াচর (Mayachar) এলাকা। এমতাবস্থায় রবিবার মায়াচর (Mayachar) পরিদর্শন করেন সেচমন্ত্রী (Irrigation Minister) সৌমেন কুমার মহাপাত্র ( Soumen Kumar Mahapatra)। জানা গিয়েছে, দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে মহিষাদলের (Mahishadal) এই দ্বীপে মানুষের বসবাস। কিন্তু সাম্প্রতিক ঘূর্ণিঝড় (Cyclone) ‘যশ’ (Yass) প্রভাবে যে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার জনজীবন তা একপ্রকার কাল্পনিক বলা চলে।

মায়াচর দ্বীপ পরিদর্শনে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র- নিজস্ব চিত্র

প্রায় কয়েকশো মানুষের বাড়িঘর ইতিমধ্যে প্রবল জোয়ারের (Tide) ফলে ভেঙে গিয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। সেই সমস্ত এলাকা পরিদর্শন করেন সেচমন্ত্রী(Irrigation Minister)। এদিন তিনি মহিষাদল(Mahishadal) বিধানসভার অন্তর্গত ওই এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তাদের কিভাবে স্বাভাবিক জনজীবনে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা করেন মন্ত্রী(Minister)।

ADEVERTISEMENT

এদিন মন্ত্রী (Minister) সৌমেন কুমার মহাপাত্র( Soumen Kumar Mahapatra) বলেন, “আজ গোটা মায়াচর(Mayachar) দ্বীপটি (Island) ঘুরে দেখলাম। প্রায় ছয় হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এখানকার। মাননীয়া মুখ্যমন্ত্রী(Chief Minister) যেভাবে পদ্ধতিগতভাবে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন সেভাবে এখানকার মানুষরা নিশ্চিতভাবে ক্ষতিপূরণ পাবেন। এখানে স্থায়ীভাবেই বাঁধ তৈরির কাজ হয়েছিল। কিন্তু এইভাবে ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাস হবে তা কেউ কল্পণা করতে পারেনি। ইতিমধ্যে ইঞ্জিনিয়ার দ্বারা আবার ওই বাঁধ মেরামতি কাজ করা হবে।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Soumen Mahapatra

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.