Paschim Medinipur : মাংসের লোভে গো-বক হত্যার ঘটনা প্রকাশ্যে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের সরিষাখোলা এলাকায়। তার ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যবস্থা নিল বন দফতর ও পুলিশ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মাংসের লোভে গো-বক হত্যার ঘটনা প্রকাশ্যে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের সরিষাখোলা এলাকায়। তার ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যবস্থা নিল বন দফতর ও পুলিশ।
জানা গিয়েছে, সরিষাখোলার কলকলি এলাকায় জমির পাশেই কুড়িটিরও বেশি গো-বক আগে থেকে ধরে বেঁধে রেখেছিল। সেই বকগুলি হত্যা করা হচ্ছে। তার ভিডিও ফেসবুকে আপলোড করেন মনিকাঞ্চন রায় নামে এক শিক্ষক। পাশাপাশি ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছেন। সোচ্চার হয়েছেন সচেতন নাগরিকরা।
সেই ভিডিও ভাইরাল হতেই পৌঁছে যায় বন দফতরের হাতে। বৃহস্পতিবার সকালে খবর যায় কেশপুর থানায়। কেশপুর থানার পুলিশ গিয়ে ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করে। বাকিদের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ধৃত ব্যক্তির নাম সেক তাজুম্মেল, বাড়ি কেশপুরের কলকলি।
জানা গিয়েছে, এর আগেও এরকম কান্ড ঘটিয়েছে। কিন্তু এবার সেই ভিডিও প্রকাশ্যে আসতেই পুলিশের হাতে পাকড়াও। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা রজু করেছে বন দফতর। পুলিশ ও বন দফতর দ্রুত পদক্ষেপ নেওয়ার ভূমিকায় খুশি সকলে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper