ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সময়ের সাথে তাল মিলিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। ঘরে ঘরে এখন দু’চাকা-চারচাকা, বাড়ছে পণ্যবাহী গাড়ির সংখ্যাও। ঘাটাল আঞ্চলিক পরিবহন দপ্তরের তথ্য অনুযায়ী গত তিন বছরে মোট ৩৩ হাজার ৮৯৫ টি নতুন গাড়ি রেজিষ্ট্রেশন দেওয়া হয়েছে ঘাটাল থেকে। তার মধ্যে বাইক ও স্কুটারের সংখ্যা ৩১ হাজার ২৫৫টি , বাকি ২ হাজার ৬৪০ টির মধ্যে রয়েছে ট্রাক্টর, জিপ, প্রাইভেট কারসহ মালবাহী গাড়ি।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
তাৎপর্যপূর্ণভাবে দেখা গেছে, গত তিন বছরের মধ্যে সব থেকে বেশি মোটর বাইক বেড়েছে ২০২০ সালে, অর্থাৎ করোনার সময়। ২০২০ সালে ঘাটালে মোট রেজিষ্ট্রেশনের সংখ্যা ১১ হাজার ৬৯৩ টি, তার মধ্যে বাইক ও স্কুটার ১০ হাজার ৮৫৮ টি। ২০২১ সালের মোট রেজিষ্ট্রেশনের সংখ্যা ১১ হাজার ২৯১টি , তার মধ্যে বাইক ১০ হাজার ১০৩৭১ টি। ২০২২ সালের মোট রেজিষ্ট্রেশনের সংখ্যা ১১ হাজার ৯১১টি, তার মধ্যে বাইক ১০ হাজার ২৬ টি।
Ghatal
এ বিষয়ে ঘাটাল আঞ্চলিক পরিবহন দপ্তরের অতিরিক্ত রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার জয়দ্রথ সাহা বলেন, ঘাটাল অফিসের চাপ অনেক বেশি।নতুন গাড়ির সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সাধারণ মানুষকে পরিষেবা দিতে আমরা তৎপর। গত তিন বছরে রেকর্ড হারে নতুন রেজিষ্ট্রেশন হয়েছে এই অফিস থেকে। আগামী দিনে আরও বাড়বে। তিনি আরও বলেন, রেজিষ্ট্রেশন বা ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আমরা কোনও আবেদন ফেলে রাখি না। নতুন রেজিষ্ট্রেশন ছাড়াও প্রতিদিন গড়ে প্রায় একশো ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হয় ঘাটালে।
আরও পড়ুন : ঘাটালে পাগলা কুকুরের কামড়ে জখম স্কুল পড়ুয়া সহ প্রায় ২০ জন
জানা গেছে, ঘাটাল আঞ্চলিক পরিবহন দপ্তরের অতিরিক্ত রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার জয়দ্রথ সাহা ঘাটাল অফিসের চার্জ নিয়েছেন প্রায় তিন বছর। তারপর থেকে কাজের গতি অনেকটাই বেড়েছে ঘাটালে। প্রসঙ্গত, ২০১৭ সালে ঘাটালের মানুষের দাবি মেনে এই মহকুমায় প্রথম পরিবহন দপ্তরের অফিস চালু হয়। তার আগে ঘাটাল মহকুমার মানুষকে ঘাটাল থেকে প্রায় একশো কিমি দূরে মেদিনীপুর শহরে যেতে হত নতুন গাড়ির রেজিষ্ট্রেশন সহ অন্যান্য কাজে। ঘাটাল মহকুমায় এই অফিস হওয়ার জন্য মেদিনীপুর যাওয়া থেকে রেহাই মিলেছে ঘাটালবাসীর।
আরও পড়ুন : ধানের খোঁজে মেদিনীপুর সদরে হাতির পাল ভাঙল বাড়ি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Ghatal
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper