Paschim Medinipur
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ঘাটাল-মাংরুল রাস্তায় বেপরোয়া মাছের গাড়ির দাপটের অভিযোগ দীর্ঘদিনের। শুক্রবার এই রাস্তার গোবিন্দপুরে একটি বেপরোয়া মাছের গাড়ি ধনঞ্জয় সন্যাসী নামে স্থানীয় এক যুবককে ধাক্কা মারলে ওই যুবক গুরুতর আহত হয়ে পড়ে। তারপরেই বেপরোয়া মাছের গাড়িটিকে ঘিরে পথ আটকে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের মুখে ভেঙে দেওয়া হয় গাড়ির সামনের অংশের কাঁচ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
Paschim Medinipur
প্রায় দু’শো পুরুষ মহিলা সামিল হন বিক্ষোভে। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০ টি মাছের গাড়ি বেপরোয়া ভাবে চলাচল করে, গাড়িতে ডিজে গান বাজাতে বাজাতে অতিরিক্ত গতিতে যাওয়া-আসা করে গাড়িগুলি। অনেক সময় বেপরোয়া মাছের গাড়িগুলিকে পাশ দিতে গিয়ে বুক ধড়পড়িয়ে ওঠে বাইক চালক বা সাইকেল আরোহীদের। স্থানীয়দের আরও অভিযোগ, এই গাড়িগুলি রাস্তার পাশে বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে জল পরিবর্তন করে।
আরও পড়ুন : অভিষেকের জনসভায় ঘাটাল মহকুমা থেকে ১২০ টি বাস, ছোটগাড়ি প্রায় দু’শো
রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই জল চলকে চলকে পথযাত্রীদের গায়ে পড়ে। অনেক সময় রাস্তার পাশে মদের দোকানের সামনে সারি দিয়ে গাড়িগুলিকে দাঁড় করিয়ে রেখে মদ্যপানে মেতে ওঠেন গাড়ির চালকরা। এই ছবি হামেসায় দেখা যায় ওই পথে। শুক্রবার দুপুরে দুর্গটনার পরেই প্রশাসনের উপর এমনি ক্ষোভ উগরে দেন পথচারি থেকে শুরু করে স্থানীয়রা। দুর্ঘটনায় আহত ষুবককে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠিয়েছে। যুবকের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরের কোন গ্রামে থামবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়, ‘আতঙ্কে’ প্রধান থেকে তৃণমূল নেতারা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper