Midnapore : বিশালাকার গাছ ভেঙে পড়ে বিপত্তি। ঘটনাটি মেদিনীপুর শহরের গোপগড় এলাকায়। বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ একটি বিশাল আকার পুরোনো শিমুল গাছ ভেঙে পড়ে রাস্তা এবং পার্শ্ববর্তী ছোট দোকানগুলির উপর। তাতে দীর্ঘক্ষণ মেদিনীপুর- ধেড়ুয়া সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পৌঁছায় কোতয়ালী থানার পুলিশ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বিশালাকার গাছ ভেঙে পড়ে বিপত্তি। ঘটনাটি মেদিনীপুর শহরের গোপগড় এলাকায়। বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ একটি বিশাল আকার পুরোনো শিমুল গাছ ভেঙে পড়ে রাস্তা এবং পার্শ্ববর্তী ছোট দোকানগুলির উপর। তাতে দীর্ঘক্ষণ মেদিনীপুর- ধেড়ুয়া সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পৌঁছায় কোতয়ালী থানার পুলিশ।
আরও পড়ুন : কেশপুর কলেজে ছাত্র-ছাত্রীদের সামনেই অধ্যক্ষের সঙ্গে অধ্যাপকের ধ্বস্তাধ্বস্তি
পরে পুলিশ এবং গ্রামবাসীদের তৎপরতায় গাছটিকে সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। তবে দোকানের উপরে পড়ে যাওয়া গাছের অংশ বিকেল পর্যন্ত সরানো হয়নি। যা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। জানা গিয়েছে, ওই গাছটি পূর্ত দফতরের জায়গার উপর ছিল। বিষয়টি পূর্ত দফতরেও জানানো হয়েছে বলে জানান কাউন্সিলর সত্যসুন্দর পয়ড়্যা। খবর যায় বন দফতরেও।
আরও পড়ুন : মাস্টার প্ল্যানের আর্থিক অনুমোদন কেন্দ্রের, দ্রুত কাজ শুরুর দাবি ঘাটালবাসীর
বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “গাছটি পূর্ত দফতরের জায়গাতে রয়েছে। ফলে পূর্ত দফতর সরাবে। আমরা প্রয়োজনীয় অনুমতি দিতে পারি।” ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। কাউন্সিলর সত্যসুন্দর পয়ড়্যা বলেন, “আহতদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। সকলে সুস্থ আছেন। গাছটিকেও সরানোর জন্য পূর্ত দফতরে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের বিষয়টিও পৌরসভায় আলোচনা করা হবে।
আরও পড়ুন : চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার খড়্গপুর IIT-র কোয়ার্টারে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore