Home » বিপ্লবী সব্যসাচীর খবরের জের, পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে ভ্যাকসিনের নামে টাকা তোলার অভিযোগে গ্রেফতার ৩

বিপ্লবী সব্যসাচীর খবরের জের, পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে ভ্যাকসিনের নামে টাকা তোলার অভিযোগে গ্রেফতার ৩

by Biplabi Sabyasachi
0 comments

Fake vaccine fake covid vaccine texas fake covid vaccine cards

আরও পড়ুন ঃপরকীয়ার শাস্তি দিতে পশ্চিম মেদিনীপুরে মহিলাকে জুতোর মালা পরিয়ে ঘোরাল স্বামী

পত্রিকা প্রতিনিধি: বিপ্লবী সব্যসাচীর খবরের জের। পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) খড়্গপুরে (Kharagpur) ভ্যাকসিন (Corona vaccine) না দিয়েই টাকা তোলার অভিযোগে রবিবার গ্রেফতার করা হয় এক ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ তিনজনকে।

খড়্গপুরে (Kharagpur) বেসরকারি উদ্যোগে একটি ভ্যাকসিনের শিবির হচ্ছে বলে বিপ্লবী সব্যসাচী নিউজের (WWW.Biplabisabyasachi.com) ওয়েবসাইটে একটি খবর প্রকাশ হয়। এরকম একটা খবর চাউর হতেই নড়েচড়ে বসে জেলা স্বাস্থ্য দফতর ।এরপরেই রবিবার বিকেল নাগাদ অভিযান চালায় স্বাস্থ্য দপ্তর ও মহকুমাশাসক। পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে ।অভিযানে ছিলেন খড়্গপুর মহকুমা শাসক আজমল হোসেন (Ajmal Hossain) , খড়্গপুরের এসডিপিও (SDPO) দীপক সরকার (Dipak Sarkar) ,আইসি (IC) খড়্গপুর বিশ্বরঞ্জন ব্যানার্জি (Biswaranjan Banerjee) ।

নিজস্ব চিত্র


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে খড়্গপুর (Khargapur) শহরের মালঞ্চ (Malacnha) এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে করোনা ভ্যাকসিন দেওয়ার নামে প্রতি ব্যক্তির কাছ থেকে ১১৫০ টাকা করে অগ্রিম নেওয়া হয়। সোমবার ভ্যাকসিন দেওয়া হবে বলে জানানো হয়। অভিযান চালিয়ে ডায়াগনিস্টিক (Diagnostic Centre) সেন্টারের মালিক আবির ব্যানার্জি (Abir Banerjee)সহ আরও দুজনকে আটক করা হয়েছে ।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মণ্ডল (Nimai Chandra Mondal) বলেন, অনুমতি ছাড়া কোনো ভ্যাকসিন দেওয়া হবে বলে টাকা তোলা হচ্ছিল । তাছাড়া ওরা কীভাবে ভ্যাকসিন দেবে তাও পুলিশ খতিয়ে দেখছে । কতজন টাকা জমা দিয়েছে তাও তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টাকা জমা দিয়েছেন এমন বেশ কয়েকজন পুলিশকে অভিযোগ জানিয়েছিল।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Fake vaccine

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.