Home » দলবদলে ঝাড়গ্রামের ছত্রী গ্রাম পঞ্চায়েত হাত ছাড়া হল বিজেপির

দলবদলে ঝাড়গ্রামের ছত্রী গ্রাম পঞ্চায়েত হাত ছাড়া হল বিজেপির

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: ঝাড়গ্রামে(Jhargram) দলবদলে ছত্রী গ্রাম পঞ্চায়েত (Chattri Gram Panchayet) হাত ছাড়া হল বিজেপির (BJP)। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল (Sankrail Block) ব্লক এর বিজেপি পরিচালিত ছত্রী গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে শুক্রবার অনাস্থা প্রস্তাব নিয়ে বিডিও অফিসের (BDO) এক আধিকারিকের উপস্থিতিতে ভোটা ভুটি হয়।

ছবি- দেবব্রত বাগ

ভোটাভুটিতে ৬ জন ভোট দেন।যার ফলে অনাস্থা প্রস্তাব পাস হয়। মোট আটটি আসনের মধ্যে ৬ জন অনাস্থার পক্ষে ভোট দেন । প্রধান সহ একজন না থাকায় ছত্রী গ্রাম পঞ্চায়েতের দখল করল তৃণমূল কংগ্রেস। উল্লেখ করা যায়, যে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে মোট আটটি আসনের মধ্যে ৬ টি আসনে জয়লাভ করে বিজেপি। দুটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।যার ফলে বিজেপির অজয় মাহাতো ছত্রী গ্রাম পঞ্চায়েতের প্রধান হয় । সম্প্রতি বিজেপি ছেড়ে তিনজন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করে। যার ফলে বিজেপির ৬ থেকে ৩ কমে হয় তিনজন। অপরদিকে তৃণমূল কংগ্রেসের দুই থেকে তিনজন বেড়ে হয় পাঁচজন।ফলে তৃণমূল কংগ্রেস বিজেপি পরিচালিত ছত্রী গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন।

Advertisement
Advertisement

শুক্রবার ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাসমণি সরেন (Rasmani Soren) তার অনুগামীদের নিয়ে স্থানীয় চুনপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন গোপীবল্লভপুর (Gopiballavpur) এর বিধায়ক খগেন্দ্র নাথ মাহাতো (Khagendranath Mahata)। এছাড়াও উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল কান্ত রাউৎ (Kamalkanta Rout) সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। যার ফলে ছত্রীগ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা হয় ৬ জনএবং বিজেপির ৬ থেকে চারজন কমে হলো ২জন। তাই শুক্রবার অনাস্থা প্রস্তাব পাস হওয়ার পর প্রশাসনের নির্দেশ মেনে কয়েকদিনের মধ্যে প্রধান নির্বাচন করা হবে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.