পত্রিকা প্রতিনিধি : বিয়ের ৩ মাস পরেও স্থায়ী হয়নি শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ির লোকেদের কোন সাড়া না মেলায় ধর্নায় বসলেন শহরের এক যুবতী। শুক্রবার পিংলা থানার খিরিন্ডা তে তার শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেন । বছর তিনেক আগে মেদিনীপুর শহরের বড়বাজার এলাকার এক যুবতীকে মন্দিরে বিয়ে করেন খিরিন্দার অনির্বাণ দে ।ওই যুবতীর অভিযোগ অনির্বাণ তার বাবা-মায়ের কারণ দেখিয়ে দীর্ঘদিন তাকে ঘরমুখো করেননি। গত ডিসেম্বর মাসে ভাড়া বাড়িতে রেখেই চম্পট দেয় ওই যুবক।এরপর অনির্বাণ ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে সাড়া না মেলায় এদিন ওই যুবতী পিংলার খিরিন্দায় শ্বশুরবাড়িতে গিয়ে ধর্ণায় বসেন ।যদিও অনির্বাণের পরিবারের অভিযোগ ওই যুবতী অনির্বাণের সাথে প্রতারণা করে তাকে ব্ল্যাকমেপ করতে চাইছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পিংলা থানার পুলিশ, এবং ওই যুবতীকে থানায় নিয়ে গিয়ে তার অভিযোগ শুনে সমস্যা সমাধানের চেষ্টা করেন।
0