HS Result 2023 : Tuhin of Paschim Medinipur is third in the state in higher secondary, obtained marks 488
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। পরীক্ষা শেষের ৫৭ দিনের মাথায় প্রকাশ হল উচ্চমাধ্যমিকের রেজাল্ট। পড়ুয়ারা মার্কশীট হাতে পাবে ১ মে। পাসের হারে এবারেও প্রথমে রয়েছে পূর্ব মেদিনীপুর। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার। গত বছরের তুলনায় প্রায় ১ লক্ষ ১০ হাজার বেশী। এবছর রাজ্যে প্রথম দশে রয়েছে মোট ৮৭ জন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
আগামী বছর উচ্চমাধ্যমিকে ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। দুপুর ১২ টা থেকে ৩ টা ১৫ পর্যন্তচলবে পরীক্ষা। উচ্চমাধ্যমিকের ফলাফলে জেলার মুখ রক্ষা করল দাসপুরের তুহিন রঞ্জন অধিকারী।রাজ্য নবম স্থানাধিকারী পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর বিবেকানন্দ হাইস্কুলের ছাত্র তুহিন রঞ্জন অধিকারী,তার প্রাপ্ত নম্বর ৪৮৮।মহাকাশ বিজ্ঞানী হতে চায় তুহিন।
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার হাসপাতাল চক এলাকায় বাড়ি তুহিনের,পরিবারের সদস্য বলতে বাবা মা ও তুহিন।বাবা মায়ের একমাত্র সন্তান তুহিন রঞ্জন অধিকারী,উচ্চমাধ্যমিকে রাজ্য নবম স্থান অধিকার করায় উচ্ছ্বসিত তুহিনের বাবা মা থেকে তার স্কুল বিবেকানন্দ হাইস্কুল। তুহিনের বাবা ঘাটালের অবসরপ্রাপ্ত ভেটেনারি ফার্মাসিস্ট তুষার রঞ্জন অধিকারী বলেন,ছেলে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিল,ওকে বলেছিলাম উচ্চমাধ্যমিকে এক থেকে দশের মধ্যে স্থান অর্জন করতে হবে।
আরও পড়ুন : মাধ্যমিকের মেধা তালিকায় মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের জয়জয়কার! দশম স্থানে বীরেশ, বর্ণময় ও সাগ্নিক
আরও পড়ুন : মাধ্যমিকে চতুর্থ পূর্ব মেদিনীপুরের তুহিন! রাজ্যে সেরা দশে জেলার ১৩ পড়ুয়া
HS Result 2023
ছেলের পাশে থেকে সবসময় উৎসাহ দিয়ে গিয়েছি,আজ সে রাজ্য নবম স্থান অর্জন করায় খুবই খুশি,উচ্ছ্বসিত।স্কুলের ছাত্রের এহেন সাফল্য খুশি দাসপুর বিবেকানন্দ হাইস্কুলের প্রধান শিক্ষক তারানাথ কাপাস। তুহিন পড়াশোনায় বরাবরই ভালো ছিল তার এই সাফল্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। আর যাকে ঘিরে এতো উচ্ছ্বাস সেই নবম স্থানাধিকারী তুহিন রঞ্জন অধিকারী তার এই সাফল্যের জন্য তার বাবা মা’র পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অবদান রয়েছে বলে জানান।
আগামী দিনে মহাকাশ বিজ্ঞানী হওয়ার ইচ্ছা রয়েছে বলে জানায় তুহিন,সেই লক্ষ্য নিয়েই আগামী দিনে পড়াশোনা চালিয়ে যাওয়ার কথা বলে সে। উচ্চমাধ্যমিকে রাজ্য নবম স্থানাধিকারী হয়ে তুহিন রঞ্জন অধিকারী শুধু দাসপুর নই জেলার মুখ রক্ষা করেছে বলা চলে,কারণ উচ্চমাধ্যমিকের ফলাফলে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে রাজ্য এক থেকে দশের মধ্যে র্যাঙ্কে একমাত্র দাসপুরের তুহিন রঞ্জন অধিকারী নবম স্থান অর্জন করে জেলার মুখ রক্ষা করেছে।তাই তুহিনের এই ফলাফলে খুশি জেলাবাসীও।
আরও পড়ুন : একজন পঞ্চম, সপ্তম ২ জন, দশম ১জন! মাধ্যমিকে রাজ্যে প্রথম দশে মেদিনীপুর সারদা বিদ্যামন্দিরের ৪ পড়ুয়া
আরও পড়ুন : মাধ্যমিকে রাজ্যে পঞ্চম মেদিনীপুরের সুপ্রভ, প্রাপ্ত নম্বর ৬৮৮
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
HS Result 2023
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper