Home » পূজোর আগেই চলল হাওড়া-দীঘা স্পেশাল ট্রেন, খুশিতে পর্যটকেরা

পূজোর আগেই চলল হাওড়া-দীঘা স্পেশাল ট্রেন, খুশিতে পর্যটকেরা

by Biplabi Sabyasachi
0 comments

শুভম সিং: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভ্রমণ প্রেমীদের জন্য শুক্রবার থেকে চালু হল হাওড়া-দীঘা স্পেশাল ট্রেন। তবে পুজোর মুখে স্পেশাল ট্রেন চালু হওয়ায় খুশি পর্যটকরা।উল্লেখ্য,গত ২৩মার্চ থেকে করোনা আতঙ্কে ট্রেন চলাচল স্তব্ধ হয়ে গিয়েছিল।এরপর দীর্ঘ সাত মাস পর অবশেষে এই রুটে প্রথম স্পেশাল ট্রেন চালু করল ভারতীয় রেল।তবে জুলাই থেকে সৈকত সুন্দরী দীঘায় পর্যটকদের আসা-যাওয়া শুরু হয়েছে।পর্যটকদের একটা বড় অংশ প্রাইভেট গাড়ি ও বাইকে দীঘা যাচ্ছেন। কিন্তু, দীঘাগামী পর্যটকদের অধিকাংশ রেলপথে যাতায়াত করাই পছন্দ করেন।তবে ট্রেন চলাচল শুরু না হওয়ায় পর্যটকদের অনেকেই ইচ্ছে থাকলেও দীঘায় আসতে পারেননি। এই অবস্থায় দ্রুত দীঘাগামী স্পেশাল ট্রেন চালুর দাবিতে গত ৯অক্টোবর দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দীঘা স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। বুধবার রেলমন্ত্রক ১৯৬ জোড়া উৎসব স্পেশাল ট্রেন ঘোষণা করে। এরপর শুক্রবার সকাল থেকে চালু হয় হাওড়া – দীঘা স্পেশাল ট্রেন। howrah to digha train, howrah to digha train, howrah to digha train, Special Train to Digha, Special train from Howrah

আরো পড়ুন- হুগলি নদীতে ডুবে গেল বালি ভর্তি নৌকা, উদ্ধার ৩

ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, হাওড়া থেকে দিঘা পযর্ন্ত একটি স্পেশাল ট্রেন ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন চলাচল করবে।তবে হাওড়া থেকে দিঘা-দিঘা থেকে হাওড়া স্পেশাল ট্রেনটি ভারতীয় রেলের তরফ থেকে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার নম্বর হলো ০২৮৪৭ এবং ০২৮৪৮। ট্রেনটি হাওড়া থেকে ছাড়ার পর মাঝে কোথাও স্টপেজ না দিয়ে সোজাসুজি দীঘা পৌঁছাবে এবং দীঘা থেকে ছাড়ার পর কোথায় স্টপেজ না দিয়ে সোজাসুজি হাওড়া পৌঁছাবে বলে জানা গিয়েছে রেল সূত্রে। পর্যটন ক্ষেত্রে ছাড় দেওয়ার পর হাওড়া ও দিঘার মধ্যে এই স্পেশাল ট্রেন পর্যটন শিল্পে কিছুটা হলেও উন্নতি ঘটাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।তবেস্পেশাল এই ট্রেনটি প্রতিদিন হাওড়া থেকে সকাল ১১:১০ মিনিটে ছাড়বে এবং দীঘা পৌঁছাবে দুপুর ২:২০ মিনিটে। দীঘা থেকে ছাড়বে দুপুর ৩:৩০ মিনিটে এবং হাওড়া পৌঁছাবে সন্ধ্যা ৬:৪০ মিনিটে।

আরো পড়ুন- দুই মেদিনীপুরে ১৭ টি দুর্গাপূজার ভার্চুয়াল উদ্বোধন করলেন মমতা

Special Train, Digha, Howarah, Puja Special Train time table, Digha Train, Howrah Train
ফাইল চিত্র

দীঘার স্টেশন ম্যানেজার সঞ্জীব দাস মহাপাত্র বলেন, করোনা আবহের কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে উৎসবের মরসুমে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের নির্দেশ মতো আজ থেকে হাওড়া-দীঘা একটি স্পেশাল ট্রেন চালু হল।তবে ট্রেনটি হাওড়ায় ছাড়ার পর মেচেদা, তমলুক ও কাঁথি স্টেশনে স্টপেজ দিয়ে দীঘায় পৌঁছবে। দিনে একবার আপ-ডাউন করবে।দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিপ্রদাসবাবু বলেন, দীঘা লাইনে ট্রেন চালুর দাবি ছিল আমাদের। শেষমেশ স্পেশাল ট্রেন চালু হচ্ছে। এতে আমরা খুশি। এর ফলে দীঘায় পর্যটকদের ভিড় আরও বাড়বে। লকডাউনে দীর্ঘদিন হোটেল বন্ধ থাকায় মালিকদের বিপুল ক্ষতি হয়েছে।তবে তা বাঙালির শ্রেষ্ঠ উৎসবে দীঘায় পর্যটন শিল্প ইতিমধ্যে চাঙ্গা হবে। 

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.