পত্রিকা প্রতিনিধি : মহিষাদল ভাঙ্গা-গড়া থেকে চিপস বোঝাই নৌকা ডুবে গেল। সুতাহাটা থানার অন্তর্গত এরিয়া খালি হরিখালী মাঝে এক নতুন জাগরন দ্বীপের কাছে চিপস বোঝাই করা নৌকা চরে ধাক্কা লেগে পাল্টি হয়ে যায়। বিশেষ সূত্রে জানা যায়, ভাঙ্গা গড়া থেকে পণ্য সামগ্রী নামখানা যাবার পথেই হুগলি নদী চড়াতে আটকে গিয়ে ডুবে গেল। নামখানা কাকদ্বীপ এই এলাকাগুলি পূর্ব মেদিনীপুর জেলার থেকে বালি চিপস জলপথে এভাবেই ভুটভুটি তে করে পারাপার হয়। পাল্টি হওয়া নৌকা দেখতে পায় ।হুগলি নদীর মৎস্যজীবীরা। তারাই উদ্ধারকরে তিনজনকে। ঘটনাটি ঘটেছে সুতাহাটা থানা এরিয়া খালি থেকে কিছুটা দূরেই জাগরন দ্বীপ। সুতাহাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস কুমার মাইতি বলেন আমাদের জানা নেই এইভাবে নদীপথে পণ্য সামগ্রী যাতায়াত করে। খোঁজ নিতে হবে। নৌকা বোঝাই সামগ্রী নদীতে ডুবে গেল ডুবন্ত নৌকাকে আগামীকাল তোলার চেষ্টা করবে বলে বিশেষ সূত্রে জানা যায়।
হুগলি নদীতে ডুবে গেল পণ্যবোঝাই নৌকা, উদ্ধার ৩
You Might Also Like
Biplabi Sabyasachi
- Advertisement -