Death
আরও পড়ুন ঃ– অক্সিজেনের অভাবে শিশুমৃত্যুর অভিযোগ, উত্তেজনা খড়্গপুর মহকুমা হাসপাতালে
পত্রিকা প্রতিনিধিঃ পূর্ব মেদিনীপুর(East Medinipur) জেলার এগরা(Egra) থানার হরিচক গ্ৰামে রবিবার নিহত বিজেপি(Bjp) কর্মীর বাড়িতে এলেন রাজ্যর বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক(MLA)শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। এদিন নিহত বিজেপি(Bjp) কর্মী তপন খাটুয়ার বাড়িতে এসে তার ছবিতে মাল্যদান করেন তিনি। তারপর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি দলের পক্ষ থেকে ৫ লক্ষ টাকার চেক পরিবারের হাতে তুলে দেন ও সর্বদা তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন ঃ– জাতীয় সড়কে সাংসদের গাড়ীতে লরির ধাক্কা, দুর্ঘটনায় জখম দিব্যেন্দু অধিকারী
এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) বলেন, যিনি নিহত হয়েছেন তার কাকা দীর্ঘদিন ধরে বিজেপি(Bjp)দলের একনিষ্ঠ কর্মী। সেই মতো কাকা’কে লক্ষ্য করে বিজেপি(Bjp)দলের সঙ্গে যুক্ত হয় ভাইপো তপন। এরপর দলের হয়ে একাধিক কাজকর্ম করে সে। তারপর সে বুথ কমিটির সদস্যও হয়। তবে হঠাৎ করে সে দিনকয়েক আগে নিখোঁজ হয়ে যায়। তারপর নিখোঁজের পরের দিন তার মৃতদেহ ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয়। পুলিশ(Police) মৃতদেহ উদ্ধার করলেও কোনভাবেই পরিবারের পাশে এসে দাঁড়ায়নি ও এবিষয়ে তদন্ত করেনি।
Death
আরও পড়ুন ঃ– পুলিশের গাড়ি থেকে পালিয়ে যাওয়া আরও এক আসামী গ্রেফতার হলদিয়ায়
মাননীয়া পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী(Mamata Banerjee)তার পুলিশ(Police)এগুলো নিয়ে কোনো হস্তক্ষেপ করেনি। এই ঘটনা আমাদের দলীয় কর্মীরা জানতে পেরে এফা আই আরের (FIR)ব্যবস্থা করেছে। তাছাড়া ভারতীয় জনতা পার্টি যে সমস্ত সদস্যরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দল এসে দাঁড়িয়েছে। সেই মতো এই পরিবার’কে দলের পক্ষ থেকে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, রাজ্যের এই পুলিশের(Police) কাছ থেকে পরবর্তী দিনে আর কিছু আসা করা যাবেনা। তাছাড়া ভোট পরবর্তী অশান্তি’র (Post poll violence)যে মামলা চলছে সেই মামলাতে এই হত্যাটাও যাতে সংযোজিত হয় তা নিয়ে আমাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ চলছে।
আরও পড়ুন ঃ– স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক স্থান মেদিনীপুর কলেজ চত্বরের রাস্তার একপাশ থেকে সরানো হল হকারদের
Death
প্রসঙ্গত, এগরা থানার হরিচক গ্ৰামের তপন খাটুয়া কয়েক বছর ধরে এলাকায় সক্রিয়ভাবে বিজেপির নেতৃত্ব দিতেন। তিনি বিজেপি(Bjp) বুথ কমিটির সদস্যও ছিলেন। তবে এরই মাঝে আচমকাই সোমবার রাত থেকে নিখোঁজ হয় ওই বিজেপি কর্মী। এরপর ওই বিজেপি(Bjp) কর্মীর পরিবারের সদস্যরা নিজেদের এলাকা ও আত্মীয়ের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। আর এই ঘটনার পর গত ৩রা আগষ্ট মঙ্গলবার সাত সকালে ওই বিজেপি কর্মীর বাড়ি থেকে অদূরে একটি পুকুরের পাশে তার মৃতদেহ(Deadbody)পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপর ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে এগরা(Egra)থানার পুলিশ(Police)।
আরও পড়ুন ঃ– দলবিরোধী কাজের অভিযোগ, এগরায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Death
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore