Home » Midnapore Municipality : ছুটি সাফাই কর্মীদের, মেদিনীপুরে ঝাড়ু হাতে পৌরপ্রধান সহ কাউন্সিলররা

Midnapore Municipality : ছুটি সাফাই কর্মীদের, মেদিনীপুরে ঝাড়ু হাতে পৌরপ্রধান সহ কাউন্সিলররা

by Biplabi Sabyasachi
0 comments

Holiday for cleaning workers. councillors and chairman of Midnapore Municipality cleaning with broom in hand in Midnapore

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সারা দেশ জুড়ে ১৪ এপ্রিল দিনটি ডঃ ভীমরাও আম্বেদকরের জন্মদিবস হিসেবে পালন হয়েছে। ভারতীয় সংবিধানের রচয়িতা আম্বেদকর ছিলেন জাতিগত অস্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলনকারীও। তাই তার জন্মদিনটি অন্যভাবে শ্রদ্ধা পালন করল মেদিনীপুর পৌরসভা। শহরের সাফাই কর্মীদের পাড়া “হরিজনপল্লী”তে সাত সকালেই পরিচ্ছন্নতায় হাত লাগালেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলররা।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Midnapore Municipality
নিজস্ব চিত্র

সারা বছর যারা সাফাই কাজ করেন, সেই সাফাই কর্মীদের ছুটি দিয়ে তাদের পাড়া নিজ হাতে পরিষ্কার করলেন পৌরকর্তারা। হরিজন পাড়ার অপর নাম আম্বেদকর পল্লী। ঘুম থেকে উঠে দরজার সামনে অফিসের বসদের দেখে হতবাক হরিজনেরা৷ মেদিনীপুর শহরের শরৎপল্লী সংলগ্ন এই হরিজনপল্লী বা আম্বেদকর পল্লী রয়েছে। কয়েকশো বাসিন্দা এখানে বসবাস করছেন বহু বছর ধরে। যাদের বেশিরভাগ লোকজনই মেদিনীপুর শহরে পরিছন্নতার কাজ করে থাকেন। এই ধরনের সাফাই কর্মীদের অনেকেই একটা সময় অচ্ছুত বা অস্পৃশ্য বলে মনে করতেন।

নিজস্ব চিত্র

বর্তমানে তাদের সম্মান দিয়ে আলাদা স্থান তৈরি করে দেওয়া হয়েছে। হরিজনপল্লীর নাম পাল্টে করে দেওয়া হয়েছে আম্বেদকর পল্লী বা আম্বেদকর কলোনি। পাড়ার মাঝে বসানো হয়েছে ডক্টর বি আর আম্বেদকরের মূর্তি।সুসজ্জিত কলোনী তৈরী করে দেওয়া হয়েছে৷ সেই আম্বেদকর কলোনিতে আম্বেদকরের জন্ম দিবস অন্যভাবে পালন করল মেদিনীপুর পৌরসভা। ওই কলোনির লোকজন ঘুম থেকে ওঠার আগেই পাড়াতে হাজির হয়ে গিয়েছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান ও উপ পৌরপ্রধান অনিমা সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন।

Midnapore Municipality

নিজেরাই কোদাল-ঝাড়ু, ঝুড়ি হাতে এলাকা পরিচ্ছন্ন করা শুরু করে দেন। পৌরসভার সুসজ্জিত অফিসে বসা এই পৌরকর্মকর্তাদের টলি ঠেলে আবর্জনা পরিষ্কার করতে দেখে হতবাক সাফাই কর্মীরা। দেখা যায়-কোন কোন কাউন্সিলর ঝাড়ু হাতে ওই পল্লীর অলিগলিতে ঝাঁটিয়ে চলেছেন, কেউ আবর্জনা তুলছেন। কেউ নালাতে স্প্রে করছেন। আর আবর্জনা বহনকারী টলি টানছেন খোদ পৌরপ্রধান সৌমেন খান। নিজেদের পাড়ার সামনে তাদেরই বাড়ি পরিষ্কার করছেন পৌর প্রধান সহ আধিকারিকরা এতে হতবাক ওই সাফাই কর্মীরা। অনেকেই তাদের হাত থেকে কোদাল ঝাড়ু ছাড়িয়ে নিয়ে নিজেরা করার চেষ্টা করলে তাতে বাধা দেন পৌরপ্রধান।

আরও পড়ুন : ৫০ লক্ষ টাকা দেনার দায়ে সুইসাইড নোট লিখে গলায় ফাঁস লাগিয়ে সস্ত্রীক আত্মহত্যা করলেন ঘাটালের ব্যবসায়ী

আরও পড়ুন : বাঘ মৃত্যুর পাঁচ বছরেও দোষীরা অধরা, শিকারে গেল না বাঘঘোরার মানুষজন

পৌরপ্রধান সৌমেন খান বলেন, “সংবিধানের রচয়িতা তথা অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই করা সেই ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন আজ। তাকে আমরা শ্রদ্ধা জানিয়েছি মূর্তিতে মালা দিয়ে। সেই সঙ্গে তার নামে উল্লেখ করা কলোনি পরিষ্কার করার কাজ করেছি আমরা। যে সাফাই কর্মীরা ৩৬৪ দিন শহর সাফাই করে। আমরা আজ সারাদিন সাফাই করে তাদের এলাকা পরিষ্কার করে দিলাম। লক্ষ্য- অস্পৃশ্যতা দূরে যাক, আমরা সবাই সমান, এই সাফাই কর্মীদেরও সম্মান দেওয়া।” হতবাক পাড়ার বাসিন্দা তথা সাফাই কর্মীরা বলেন, “আমাদের নিজেদেরই লজ্জা লাগছে দৃশ্যটা দেখে। আমরা কোদাল ঝাঁটা ছাড়িয়ে নিতে গিয়েছিলাম আমাদের করতে দেয়নি। তবে যে উদ্যোগ তা আমাদের ভালো লাগলো।”

আরও পড়ুন : কাউন্সিলরকে না জানিয়ে কেন ছুটি? অঙ্গনওয়াড়ি কর্মীকে ধমকের অভিযোগ কাউন্সিলের বিরুদ্ধে, বিক্ষোভ মেদিনীপুর পৌরসভায়

আরও পড়ুন : মেদিনীপুর শহরের রাস্তায় যানজট এড়াতে টোটোতে রং, অটো-টোটো সংঘর্ষ এড়াতে একাধিক পদক্ষেপ

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Midnapore Municipality

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.