Home » Heavy Storms and Hailstorms : আবহাওয়ার গতি প্রকৃতিতে বড় বদল! খড়গপুর, ঝাড়গ্রামে সহ জেলার বিভিন্ন জায়গায় ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টি

Heavy Storms and Hailstorms : আবহাওয়ার গতি প্রকৃতিতে বড় বদল! খড়গপুর, ঝাড়গ্রামে সহ জেলার বিভিন্ন জায়গায় ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টি

by Biplabi Sabyasachi
0 comments

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : হঠাৎ ঝড় ও শিলা বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক, ফসলের প্রচুর ক্ষতির আশঙ্কা। আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল বুধ ও বৃহস্পতিবার ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তার আগেই মঙ্গলবার সন্ধ্যায় ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বিস্তীর্ণ এলাকা।

আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :

For WhatsApp Group : Click Here

2/6. মঙ্গলবার বিকেল থেকে ঝাড়গ্রামের আকাশ ছিল মেঘলা, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম জেলার আকাশ অন্ধকারে ঢেকে যায়, শুরু হয় ঝড় সঙ্গে প্রচুর শিলাবৃষ্টি। সাঁকরাইল ব্লকের বনপুরা রোহিনী, ডাহি, নেগূড়িয়া এলাকায় ঝড়ে বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়ে। বনপুরা গ্রামে একটি বাড়ি ভেঙে পড়ে, বাড়িতে থাকা চার জন অল্পের জন্য প্রাণে বেঁচে গেলে ও সেই বাড়ির বাসিন্দা এক ব্যক্তি বাড়ি থেকে পালাতে গিয়ে পড়ে গিয়ে অজ্ঞান হয়েযায়, তার চিকিৎসা চলছে ।

আরও পড়ুন : হাওড়া লোকালে শিক্ষককে বেধড়ক মার দুষ্কৃতীদের! মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আরও পড়ুন : নিখোঁজের ১৮ বছর পর বাড়ি ফিরলেন কাঁথির ইসমাইল

3/6. সেই সঙ্গে বিভিন্ন এলাকায় গাছের ডাল রাস্তার উপর ভেঙে পড়েছে, গাছের ডাল বিদ্যুৎ লাইনের উপর ভেঙে পড়ায় গোটা এলাকা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। সাঁকরাইল ব্লকের রোহিণী, বনপুরা, ডাহি, নেগুড়িয়া সহ বিভিন্ন গ্রামের ঝড় ও শিলাবৃষ্টিতে প্রচুর ফসলের ক্ষতি হয়েছে বলে ওই এলাকার বাসিন্দা তপন দে জানান । তবে সঠিকভাবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ঝড় ও শিলাবৃষ্টির ফলে সাঁকরাইল ব্লকের জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়ে।

4/6. এছাড়াও ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, গোপীবল্লভপুর দুই ব্লক সহ বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, তবে ঝড়ের দাপট ছিল কম, শিলা বৃষ্টি হয়নি। ঝড় ও শিলাবৃষ্টিতে সবচেয়ে ক্ষতি হয়েছে সাঁকরাইল ব্লকের বিভিন্ন গ্রাম বলে জানালেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি, সেচ ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ মথুর মাহাতো। তিনি বলেন ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা সম্ভব হয়নি, তবে তিনি বনপুরা সহ কয়েকটি গ্রামে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি আরো বলেন যে বিষয়টি বি ডি ও কে জানানো হয়েছে, ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত মানুষের পাশে সাঁকরাইল ব্লক প্রশাসন রয়েছে।

আরও পড়ুন : মাধ্যমিক পরীক্ষার্থী জমজ তিন ভাইকে ঘিরে কৌতুহল

আরও পড়ুন : বাংলাদেশের পুণ্যার্থী ছাড়াই মেদিনীপুর জোড়া মসজিদে উরুষ উৎসব

5/6. অপরদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরেও ঝড়ো হাওয়া সহ শিলাবৃষ্টি দাপট শুরু হলো মঙ্গলবার রাত বাড়ার পাশাপাশি ,,দমকা ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির প্রভাব দেখা গেল রেলশহর খড়্গপুরে। পশ্চিম মেদিনীপুরে বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান রয়েছে চাষের জমি, আর এই মুহূর্তে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টি সেই সঙ্গে ঝড়ো হওয়ার দাপট। চিন্তায় হাত একাধিক ধানচাষিদের।

খড়্গপুরে ব্যাপক শিলা বৃষ্টি

6/6. আলিপুর আবহাওয়া দপ্তর শুরুতে জানানো হয়েছে ১৯ তারিখ থেকে পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই মতো আজ থেকে খড়্গপুরে ঝাঁপিয়ে নামল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। পাশাপাশি পিংলা সবং ডেবরা বিস্তীর্ণ এলাকা হালকা বৃষ্টি হলেও সেভাবে ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত জানা যায়নি কিন্তু খড়গপুর শহরে একপ্রকার তাণ্ডব চালিয়েছে বললে বলা যায়। সেই সঙ্গে ঝাড়গ্রামে বিস্তীর্ণ এলাকা জুড়ে শিলাবৃষ্টি। এই অকাল বৃষ্টির কারণে ভীষণভাবে ক্ষতির মুখে পড়তে পারে ধান চাষ থেকে শস্য চাষিরা।

আরও পড়ুন : এগরায় জঙ্গি সন্দেহে আটক ২ বাংলাদেশি

আরও পড়ুন : পিংলায় আবগারি দপ্তরের অভিযান, ২০০০ লিটার চোলাই তৈরীর উপকরণ নষ্ট

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Storm and Hail in Kharagpur, Jhargram and Other Areas

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.