Paschim Medinipur : জল নিকাশি নেই। টানা বৃষ্টিতে গ্রাম জলের তলায়। জল নিকাশি ও এলাকা থেকে জল বের করে দেওয়ার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করলেন কেশিয়াড়ির গোপালপুর এলাকার মানুষজন। শনিবার সকালে কেশিয়াড়ি-বেলদা রাজ্য সড়কে কেশিয়াড়ি গ্যারেজ পাড়া এলাকায় পথ অবরোধ করেন তারা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : জল নিকাশি নেই। টানা বৃষ্টিতে গ্রাম জলের তলায়। জল নিকাশি ও এলাকা থেকে জল বের করে দেওয়ার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করলেন কেশিয়াড়ির গোপালপুর এলাকার মানুষজন। শনিবার সকালে কেশিয়াড়ি-বেলদা রাজ্য সড়কে কেশিয়াড়ি গ্যারেজ পাড়া এলাকায় পথ অবরোধ করেন তারা।
আরও পড়ুন : জন্মাষ্টমীর পুণ্য তিথিতে খুঁটি পুজো মেদিনীপুর আদি কর্ণেলগোলা ও বিধাননগর দুর্গোৎসব সমিতির
আরও পড়ুন : ঝড় জলে রাত থেকে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে, ভোগান্তি রোগীদের
রাস্তায় টায়ার ফেলে চলে অবরোধ। তাদের দাবি, এলাকায় জল নিকাশি নেই। প্রশাসনকে বারবার বলেও কোনও সুরাহা হয়নি। কদিনের টানা বৃষ্টিতে গ্রামে জল ঢুকছে। ঘরে জল ঢুকছে। এলাকায় থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ। জলে থৈ থৈ এলাকা। প্রশাসন নির্বিকার।
আরও পড়ুন : জন্মাষ্টমীর পুণ্য তিথিতে খুঁটি পুজো মেদিনীপুর আদি কর্ণেলগোলা ও বিধাননগর দুর্গোৎসব সমিতির
Paschim Medinipur
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে গুড়গুড়িপালের রাস্তায় দাঁতাল, খাবারের খোঁজে উঁকি বাড়িতে
তাই পথ অবরোধ করতে তারা বাধ্য হয়েছেন। এদিন অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আসেন বেলদা মহকুমা পুলিশ আধিকারিক সামিম বিশ্বাস ও কেশিয়াড়ি থানার পুলিশ। পরে আসেন কেশিয়াড়ির জয়েন্ট বিডিও প্রবীরকুমার দত্ত। ঘন্টা চারেক অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে উঠে যায় অবরোধ।
আরও পড়ুন : বিশ্বের ৫ টি দেশে পাড়ি দিচ্ছে মেদিনীপুরের সাংস্কৃতিক সংস্থা ‘তালম’, পুরসভায় সংবর্ধিত শিল্পীরা
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে প্রকাশ্যে বালি পাচারের অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে
প্রশাসন এদিন মাটি কাটা যন্ত্র এনে জল নিকাশির ব্যবস্থা করলে এলাকার মানুষের স্বস্তি ফেরে। এলাকার মানুষের দাবি, স্থায়ী জল নিকাশি ব্যবস্থা করতে হবে। বর্ষাকাল এলেই একই সমস্যায় ভুগতে হয় তাদের। এর থেকে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।
আরও পড়ুন : পঞ্চায়েতের আগে মেদিনীপুরে জেলা শাসক অভিযান সিপিএমের, পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি
আরও পড়ুন : দাঁতনকে পর্যটনস্থল হিসেবে গড়ে তুলতে উদ্যোগী জেলা প্রশাসন
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper