Home » দৈনিক সংক্রমণ নিম্নমুখী! পাঁশকুড়ার বড়মা ও চন্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে বন্ধ হল করোনা চিকিৎসা

দৈনিক সংক্রমণ নিম্নমুখী! পাঁশকুড়ার বড়মা ও চন্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে বন্ধ হল করোনা চিকিৎসা

by Biplabi Sabyasachi
0 comments

Daily covid

আরও পড়ুন ঃপশ্চিম মেদিনীপুর জেলা পুলিশে দুই ওসি সহ এক ধাক্কায় বদলি ৭ আধিকারিক


পত্রিকা প্রতিনিধি: দৈনিক সংক্রমণ নিম্নমুখী! জেলার (Purba Medinipur)দুই হাসপাতালে বন্ধ হল করোনা চিকিৎসা। রাজ্যে বিধিনিষেধ চলবে আগামী ১৫ জুলাই অবধি। গত ১জুলাই থেকে ছাড়পত্র মিলেছে সরকারি ও বেসরকারি বাস চলাচলে। করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী। সুস্থতার হার ৯৭.৪‍১শতাংশ।

নিজস্ব চিত্র


স্বাস্থ্য দফতর সূত্রের খবর, পাঁশকুড়ার (Panskura) বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতাল (Baroma Multi Speciality Hospital) ও চন্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতাল (Chandipur Multi Speciality Hospital) বন্ধ করা হল করোনা চিকিৎসা। দৈনিক সংক্রমণ একশোর কম হওয়ায় ওই দুই বেসরকারী হাসপাতালে সমস্ত বেড রিলিজ করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) তমলুক (Tamluk), হলদিয়া (Haldia), পাঁশকুড়া (Panskura), নন্দীগ্রাম (Nandigram), কাঁথি (Contai) ও এগরা (Egra) হাসপাতালে রোগীর সংখ্যা কমে গিয়েছে। সেই কারণেই এই মুহুর্তে বেসরকারি হাসপাতালের প্রয়োজন নেই বলে জানান জেলা শাসক পূর্ণেন্দু মাজি।ইতিমধ্যেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় সরকারি বিধিনিষেধ কার্যকর করতে প্রশাসন থেকে শুরু করে পুলিশ আধিকারিকদের তৎপরতা বেড়েছে। জেলা জুড়ে মাইকিং এর মাধ্যমে চলছে করোনার সতর্কতা অভিযান।এই মুহুর্তে জেলায় ৩৭৩ টি কনটেইনমেন্ট (Containment ZOne) জোন রয়েছে। এলাকাগুলিতে স্বাস্থ্যকর্মী ও অঙ্গনওয়াড়ির কর্মীদের মাধ্যমে সচেতনতা বাড়ানো হচ্ছে। জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, “সংক্রমণ কম হওয়ায় আমাদের জেলায় দুটি বেসরকারী হাসপাতালের ২৬০ টি বেড রিলিজ করে দেওয়া হয়েছে।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Daily covid

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.