Home » প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাব্রতী তথা কলেজিয়েট স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক হরিপদ মন্ডল

প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাব্রতী তথা কলেজিয়েট স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক হরিপদ মন্ডল

by Biplabi Sabyasachi
0 comments

Collegiate School

আরও পড়ুন ঃঝাড়গ্রামের জামবনীতে ফের বাজ পড়ে মৃত্য হল দুই ব্যক্তির, গুরুতর আহত ১

পত্রিকা প্রতিনিধি: বিশিষ্ট শিক্ষাব্রতী মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক হরিপদ মন্ডল ।রবিবার বিকাল ৪-৪৫ মিঃ ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।

মেদিনীপুর শহরে তাঁর নিজ বাসভবনে থাকা অবস্থায় করোনাতে আক্রান্ত হয়ে তিনি দুই সপ্তাহের অধিক কাল ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হরিপদ মন্ডল একদিকে ছিলেন একজন স্বনামধন্য শিক্ষক, অন্যদিকে তিনি ছিলেন একজন বিশিষ্ট সমাজসেবী। মেদিনীপুর বিদ্যাসাগর স্মরণ সমিতির সভাপতিও ছিলেন তিনি।

নিজস্ব চিত্র

শিক্ষা, সংস্কৃতি ও জনকল্যাণমূলক বহু প্রতিষ্ঠানের সঙ্গে আজীবন যুক্ত থেকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রচিত শিক্ষামূলক এবং দেশের স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের জীবনী সম্পর্কিত বহু গবেষণাধর্মী পুস্তক প্রকাশিত হয়েছে। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর। বিদ্যাসাগর স্মরণ সমিতি, প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত বৃত্তি পরীক্ষা কমিটি, শহীদ প্রশস্তি সমিতি প্রভৃতি বহু প্রতিষ্ঠান তাদের অন্যতম অভিভাবককে হারালো। সর্বস্তরের মানুষ হারালো একজন মূল্যবোধসম্পন্ন গুণী জনহিতৈষী ব্যক্তিকে।

বিদ্যাসাগর স্মরণ সমিতির অফিস সম্পাদক ডাক্তার প্রাণতোষ মাইতি জানান, “তাঁর মহৎ স্মৃতির প্রতি অগণিত গুণগ্রাহীর সাথে আমরাও বেদনাহত চিত্তে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তাঁর পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Collegiate School

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.