3
পত্রিকা প্রতিনিধি: এবার উচ্চ মাধ্যমিক এর সম্ভাব্য রাজ্যে দ্বিতীয় অনিক জানা ।যদিও মেধা তালিকা প্রকাশিত হয়নি তবুও প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দ্বিতীয় স্থান হওয়ার কথা। মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এর ছাত্র সে । তার প্রাপ্ত নম্বর ৪৯৮ ।বাংলা- ৯৬, ইংরেজী-৯৮, পদার্থ বিজ্ঞান-১০০, বায়োলজি-১০০, রসায়ন বিজ্ঞান-১০০, গণিত ১০০। সে ভবিষ্যতে পদার্থবিজ্ঞানি হতে চায় । অনিকের বাড়ি মেদিনীপুর শহরের মিরবাজারে । অনিকের বাবা ডা: যাদব কুমার চিকিৎসক , মা মামনি জানা গৃহবধূ ।