অরুপ নন্দী : জঙ্গলমহল জুড়ে অব্যাহত হাতির হানা। লালগড়ের পর এবার হাতির হানা গুড়গুড়িপাল এলাকায়। ক্ষতিগ্রস্ত মোটরবাইক, কোনোরকমে প্রাণে বাঁচলো যুবক। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার ডালকাটি এলাকায়। সোমবার বিকেলে ঐ এলাকার চাঁপাশোলের যুবক বুদ্ধেশ্বর মাহাত মোটরবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন জঙ্গলের রাস্তা দিয়ে। চাঁদড়া রেঞ্জের শিরষী ও ডালকাটির মাঝে জঙ্গলের রাস্তায় পৌঁছালে সামনে হঠাৎ একটি হাতি চলে আসে। যুবকটি বাইক নিয়ে পড়ে যায়। কোনোরকমে সে পালালেও ক্ষতিগ্রস্ত হয় বাইকটি। স্থানীয় লোকজন এসে হাতিটিকে তাড়িয়ে বাইকটিকে উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা বলেন, ঐ এলাকায় হাতি ছিল না। ফলে বুঝতে পারেনি যে, জঙ্গলে হাতি আছে। বনদপ্তর সূত্রে খবর, লালগড় রেঞ্জের ভাউদি এলাকা থেকে তেরোটি হাতির একটি পাল আজই চাঁদড়ার ঐ জঙ্গলে প্রবেশ করে। তবে দলের সঙ্গে এই হাতিটি দূরত্ব বজায় রেখে যাতায়াত করছে।
আহত যুবক বুদ্ধেশ্বর মাহাতর কথায়, গাড়ি নিয়ে তিনি পড়ে গিয়েছিলেন হাতির সামনে। হাতিটি তাঁকে শুঁড়ে ধরেও নিয়েছিল। কোনোরকমে পালিয়ে বাঁচেন। তবে কিভাবে যে তিনি বাঁচলেন তা মনে করতে পারছেন না। তাঁর হাতে আঘাত লেগেছে বলে জানান। গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে।
চাঁদড়া রেঞ্জের আধিকারিক মানছেন, হাতির হানায় এক যুবক আহত হয়েছেন এবং মোটরবাইকের ক্ষতি হয়েছে। ঐ যুবককে স্থানীয় দেপাড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। চিকিৎসার পর তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। হাতির গতিবিধির উপর নজর রাখছে বনদপ্তর।