Home » ICSE ও ISC-র পরীক্ষায় ভালো ফল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতন ও রয়েল অ্যাকাডেমির

ICSE ও ISC-র পরীক্ষায় ভালো ফল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতন ও রয়েল অ্যাকাডেমির

by Biplabi Sabyasachi
0 comments

Exam news

আরও পড়ুন ঃদীঘায় ফের জলোচ্ছ্বাস, জেলাজুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস

পত্রিকা প্রতিনিধি: ICSE এবং ISC পরীক্ষার ফল প্রকাশিত হলে শনিবার বিদ্যাসাগর শিশু নিকেতন (vidyasagar shishu niketan)স্কুলে ছাত্রছাত্রীদের ফল খুবই ভালো হয়েছে। ICSE তে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬৮ জন। যার মধ্যে ৪৬জন ছাত্রছাত্রী ৯৫ শতাংশ বা তার বেশী নম্বর পেয়েছে। ৫০ জন ছাত্রছাত্রী ৯০-৯৪.৯৯ শতাংশ নম্বর পেয়েছে ও ৬২ জন পেয়েছে ৮০-৮৯শতাংশ নম্বর। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে স্কুলের সমস্ত পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। প্রথম হয়েছে তানিশা দে (৯৭.৮%) দ্বিতীয় শাওন দে (৯৭%) তৃতীয় অপূর্ব কান্ডার ও স্পন্দন দাস ।

ফাইল চিত্র


একইসঙ্গে ISC পরীক্ষার ফল এদিন প্রকাশিত হয়েছে । এবারেও মেদিনীপুরে বিদ্যাসাগর শিশু নিকেতন (vidyasagar shishu niketan) স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের মুখ উজ্জ্বল করেছে স্কুলের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ছিয়ানব্বই জন যার মধ্যে তেরো জন ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ।একই ভাবে এ পরীক্ষাতেও স্কুলের সব ছাত্রছাত্রী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। বিজ্ঞান বিভাগে প্রথম হয়েছে অভিরূপ কর, দ্বিতীয় অদ্বিতীয়া দত্ত, তৃতীয় রুবিয়া আরিফ । বাণিজ্য বিভাগে প্রথম সঞ্চিতা দাশ এবং হিউম্যানিটিস (Humanities) বিভাগে প্রথম হয়েছে নিশা মাল ।ধারাবাহিকভাবে পরীক্ষায় ভালো ফলাফল করায় যে ঐতিহ্য তা এবছরও বিদ্যাসাগর শিশু নিকেতনের ছাত্রছাত্রীরা ধরে রেখেছেন। স্কুলের অধ্যক্ষ ছন্দা মজুমদার এক বিবৃতিতে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন ।
অপরদিকে শহরের অন্যতম ইংরেজী মাধ্যম স্কুল রয়েল অ্যাকাডেমির (Royal Academy) ছাত্রছাত্রীরা এবারও ভালো ফল করেছে । ওই স্কুলের ISC তে মোট পরীক্ষার্থী ছিল ৩০ জন। ৯৬ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে শ্রেয়া ব্যানার্জী। তার বিষয় ভিত্তিক নম্বর হল ইংরেজীতে ৯২, বাংলা ৯২, ইতিহাস ৯৭, রাষ্ট্রবিজ্ঞান ৯৭, ভূগোল ৯৬ ও অর্থনীতিতে ৮১। ইন্দ্রাণী মুখার্জি পেয়েছে ৯০.৯৫ শতাংশ নম্বর। শোভন মণ্ডল পেয়েছে ৯০ শতাংশ নম্বর । ওই স্কুলে ICSE তে মোট পরীক্ষার্থী ছিল মোট ২১ জন। ৯৬.২ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে প্রিয়াশু ঘোষ। এছাড়াও উল্লেখযোগ্যদের মধ্যে সৌভিক ভট্টাচার্য পেয়েছে ৯৬ শতাংশ নম্বর, সম্পূর্ণ গাঙ্গুলি ৯৫ শতাংশ ,অর্ঘ্যদীপ পাত্র ৯৪.৪ শতাংশ, সাগ্নিক চ্যাটার্জী ৯৪ শতাংশ, রাজবীর দে ৯৩.৪ শতাংশ নম্বর পেয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ সত্যব্রত দোলই সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Exam news

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.