0
পত্রিকা প্রতিনিধি :ভিন রাজ্য ফেরত শ্রমিকদের মাধ্যমে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।ফের করোনা আক্রান্ত হলেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার এক যুবক।স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় , যুবক চন্দ্রকোনা ১ ব্লকের মাড় গ্রামের বাসিন্দা । ওই যুবক (২৯) দিল্লিতে সোনার কাজ করতেন ।কিছুদিন আগেই তিনি বাড়ি ফিরেছেন ।২২ মে তার লালারসের নমুনা সংগ্রহ করা হয় । সোমবার বেলা ১১ টা নাগাদ তার পজিটিভ রিপোর্ট আসে বলে জানা গেছে।ওই যুবককে করোনা লেভেল ৩ বড়মা সিরোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।করোনা আক্রান্তের খবর জানাজানি হতেই পুলিশ প্রশাসনের তরফ থেকে এলাকাজুড়ে শুরু হয়েছে স্যানিটেশনের কাজ ।স্বাস্থ্য দপ্তরের তৎপরতায় ওই যুবকের সংস্পর্শে কে কে এসছেন তাও খতিয়ে দেখা হচ্ছে ।