Home » Abhishek Banerjee : “প্রধানমন্ত্রী পাল্টানোর জন্য লাইন দিন”, নব জোয়ার কর্মসূচীতে শালবনীতে বললেন অভিষেক

Abhishek Banerjee : “প্রধানমন্ত্রী পাল্টানোর জন্য লাইন দিন”, নব জোয়ার কর্মসূচীতে শালবনীতে বললেন অভিষেক

by Biplabi Sabyasachi
0 comments

“Give the line to change the Prime Minister”, said by Abhishek Banerjee in Salboni at Nabajowar programme.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ঝাড়গ্রামে কুড়মি বিক্ষোভে পড়লেও পশ্চিম মেদিনীপুরে নির্বিঘ্নে তৃণমূলের নব জোয়ার কর্মসূচী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুর ১২ টায় খড়্গপুরের চৌরঙ্গী মোড়ে সূচনা হয়। শালবনীর কাছারিরোড হয়ে পৌঁছায় শালবনীর অধিবেশনে। উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অধিবেশন মঞ্চ থেকে প্রধানমন্ত্রী পাল্টানোর শপথ নেন।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Abhishek Banerjee
নিজস্ব চিত্র

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে অভিষেক বলেন, “নোট পাল্টানোর জন্য নয়, প্রধানমন্ত্রী পাল্টানো, সরকার পাল্টানোর জন্য লাইন দিন।” পঞ্চায়েত নির্বাচনের আগে বুথস্তরকে মজবুত করার ডাক দিয়ে তিনি বলেন, “তৃণমূলের আসল সম্পদ হলেন দলের বুথ সভাপতিরা। কোনও জেলা নেতা, রাজ্য নেতা বা বিরোধীদেরও ক্ষমতা নেই যে, দলকে দুর্বল করবে। বুথ সভাপতিরা জীবনের বাজি রেখে লড়াই করলে কারও ক্ষমতা নেই তৃণমূলকে প্রতিহত করবে।”

Abhishek Banerjee

এদিন সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে কর্মসূচী ঘিরে কুড়মি বিক্ষোভের আশংকায় উদ্বিগ্ন ছিলেন জেলা নেতারা। দিনশেষে কোনোরকম বিক্ষোভ ছাড়া সড়ক পথে শালবনীর অধিবেশনে যোগ দেন মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। অধিবেশন মঞ্চ থেকে বিরোধীদের তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “তৃণমূল বিশুদ্ধ লোহার মতো। যত আঘাত করবেন, তত শক্তিশালী হবে লোহা। অনেক বাধা এসেছে। ভেবেছিল ইডি-সিবিআই লাগিয়ে নব জোয়ারে ভাটা আনবে। কিন্তু তা জনজোয়ারে পরিণত হয়েছে।

আরও পড়ুন : মেদিনীপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : নব জোয়ার যাত্রাতে জঙ্গলমহলে অভিষেকের পাশাপাশি আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুতি তুঙ্গে

অনেক রাজনৈতিক দল বিদ্রুপ করেছিল এই কর্মসূচি নিয়ে। ৩১ দিন ধরে আমরা রাস্তায় আছি। কেউই আমাদের রুখতে পারেনি। দাবদাহ উপেক্ষা করে মানুষ আমাদের আশীর্বাদ করেছে।” তবে নব জোয়ার কর্মসূচি শেষ হলে দিল্লির বুকে বৃহত্তর আন্দোলনের ডাক দেন। তিনি বলেন, “এক দিকে আমাদের মানবিক সরকার, আর একদিকে বিজেপির দানবিক সরকার। বাংলার মানুষের ১০০ দিনের টাকা বন্ধ। এই কর্মসূচি শেষ হলে দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন করব। গণতন্ত্রে শাসক-বিরোধী শেষ কথা বলে না। শেষ কথা বলে মানুষ। মানুষজনকে সংগঠিত করুন।”

আরও পড়ুন : ঝুমুর-কীর্তণ দলে নৃত্য ও জঙ্গলের শাল পাতা বিক্রি করে উচ্চ মাধ্যমিকে সফল শালবনীর লক্ষ্মী

আরও পড়ুন : উচ্চ মাধ্যমিকে সাঁওতালি ভাষায় রাজ্যে যুগ্ম প্রথম ঝাড়গ্রামের দুই আদিবাসী কন্যা

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Abhishek Banerjee

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.