পত্রিকা প্রতিনিধি: তৃণমূলের উপপ্রধানক সহ এক তৃণমূল কর্মীকে ছুরি দিয়ে প্রাণে মেরে ফেলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গোটা ঘটনায় এলাকায় রয়েছে চরম উত্তেজনা। ঘটনাটি ঘটে শনিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার রামচক এলাকায়। তৃণমূলের অভিযোগ এই দিন রাতের অন্ধকারে হঠাৎ মনসুকা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বদেশ মন্ডল কে ছুরি দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে বিজেপি। দ্রুত ছুটে এসে স্থানীয়রা, স্বদেশ মন্ডল কে উদ্ধার করে চিকিৎসার জন্য রাতেই ভর্তি করে ঘাটাল মহকুমা হাসপাতালে। যোদিও আহত তৃণমূল নেতার অভিযোগ পরিকল্পিতভাবে বিজেপি কর্মীরা আমাকে ও আমাদের আর এক কর্মীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল,পুরো ঘটনাটি আমরা ঘাটাল থানায় জানিয়েছি । গোটা ঘটনায় অভিযোগ অস্বীকার করে ঘাটালে বিজেপি নেতৃত্বের রামকুমার দে বলেন ” পারিবারিক ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে তৃণমূল।
1