0
পত্রিকা প্রতিনিধি: করোনা আতঙ্কের মাঝে পৌর এলাকায় ডেঙ্গু নিয়ে সচেতন হলো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পুরসভা। সোমবার থেকে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে পুরসভার উদ্যোগে ডেঙ্গু রোধে স্প্রে মেশিন দিয়ে জীবাণুনাশক ঔষধ স্প্রে করা শুরু হলো। এদিন ঘাটাল মহকুমা শাসকের কার্যালয় থেকেই প্রথম শুরু হলো স্প্রে করার কাজ। দিন পুরসভার সাফাই কর্মীদের সাথে কাজটির পর্যালোচনা করেন ঘাটাল মহকুমা শাসক অসীম পাল ও ঘাটাল পুরসভার পৌর প্রশাসক বিভাষ চন্দ্র ঘোষ। এদিন বিভাস ঘোষ বলেন ডেঙ্গু মুক্ত ঘাটাল গড়তে আমাদের এই উদ্যোগ, প্রতিটি ওয়ার্ডে আজ থেকে তৎপরতা শহীদ কাজ করবে পৌর কর্তৃপক্ষ।