0
গভীর রাতে ঘাটালে আগুন লেগে ভস্মীভূত হলো একাধিক দোকান।রাতেই খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ ও ঘাটাল দমকল বাহিনী পৌঁছে প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে ঘাটাল শহরের ময়রাপুকুর এলাকায় রাজ্যসড়কের ধারে।পুলিশ ও দমকল সূত্রে খবর,ময়রাপুকুর এলাকায় রাস্তার ধারে ফকির আহমেদ নামের এক ব্যক্তির একটি টায়ার দোকানে প্রথমে আগুন লাগে তা ভয়াবহ আকার নেই।পাশাপাশি আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।মোট চারটি দোকান আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে,সময়ে দমকল না পৌঁছলে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারতো।ঘটনায় হতাহতের কোনও খবর নেই।রাতে দোকান বন্ধ ছিলো,কি কারনে আগুন লাগলো তা খতিয়ে দেখছে ঘাটাল থানার পুলিশ।