Home » টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ঘাটালে, নামানো হল সরকারি নৌকা

টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ঘাটালে, নামানো হল সরকারি নৌকা

by Biplabi Sabyasachi
0 comments

Ghatal news, Ghatal flood, flood, medinipur news, latest bengali news, biplabi sabyasachi news,

পত্রিকা প্রতিনিধি: কয়েকদিনের বৃষ্টি,সেইসঙ্গে রাতভর টানা বৃষ্টিতে নুতুন করে অবনতি হয়েছে ঘাটালের বন্যা পরিস্থিতি।বেড়েছে শিলাবতী নদীর জলস্তর।ফলে জল যন্ত্রণা থেকে এখনই মুক্তি মিলছে না ঘাটাল বাসির।ইতিমধ্যেই ঘাটাল পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের একটি উপ-স্বাস্থ্যকেন্দ্র ঢুকেছে জল, ফলে বন্ধ হয়ে গেছে স্বাস্থ্য পরিষেবা । ঘাটাল মহকুমা প্রশাসন সূত্রে খবর ঘাটাল ব্লকের অজবনগর, দেওয়ানচক, মনসুকা গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রামে ঢুকেছে শিলাবতী নদীর জল।

ঘাটালে বন্যা পরিস্থিতি সামাল দিতে নামানো হল সরকারি নৌকা। চিত্র- অসীম বেরা
  • আর এই জলের তলায় চলে গেছে এলাকার বহু কৃষিজমি। অপরদিকে দাসপুর গ্রাম পঞ্চায়েতের রাজনগর গ্রামের শিলাবতী নদীর মোদিহানা খালের বাঁধ দীর্ঘ কয়েক বছর ধরে মেরামত না হওয়ার ফলে রাজনগর রামদেবপুর হোসেনপুর সহ বেশ কয়েকটি গ্রামে জল ঢুকে জলের তলায় চলে গেছে রাস্তা ঘাট, ডুবেছে পানীয় জলের কল, সমস্যা পড়েছেন ওই এলাকার মানুষ।
  • আরও পড়ুন- লকডাউনে রাস্ত‍ায় বেরোনোয় কান ধরে উঠবোস মেদিনীপুরে, খড়্গপুরে গ্রেফতার ৪০ জন
চিত্র- অসীম বেরা

কয়েকদিন আগে শিলাবতী ও পলাশপাই খালের ওপর জল বাড়ায়, জলের তোড়ে ভেসে আসা পানার চাপে পলাশপাই খালের উপর বাঁশ ও কাঠের সাঁকো ভাঙ্গায় দূর্ভোগে পড়েছে বহু মানুষ।দুর্ভোগের কারণ অনেকেই মনে করছে জলের তোড়ে ভেসে আসা পানা, পানার, ফলে ভেঙেছে একাধিক সাঁকো।এমনকি বেশ কয়েকটি এলাকার এই জলস্তর বাড়ার ফলে, নৌকোয় যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় ফেলেছে পানা।অপরদিকে ঘাটাল পৌর এলাকার ১৩ টি ওয়ার্ডের জলস্তর বেশি না বাড়লেও ১,৭,৯,১০ ওয়ার্ডে দেওয়া হয়েছে ১০ টি সরকারি নৌকা। এদিকে আবহাওয়া দপ্তরের ঘোষণা মতো থেকে শুরু হয়েছে বৃষ্টি, এককথায় জল যন্ত্রণা থেকে এত তাড়াতাড়ি মুক্তি পাবে না ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। যোদিও ঘাটালের বিধায়ক শংকর দোলই এর দাবি ঘাটালের বন্যা প্রকৃতিক নিয়ম অনুযায়ী চিরন্তন, তাই যেকোনো পরিস্থিতিতেই প্রশাসন তৎপর সব ধরনের পরিস্থিতির জন্য তৈরি আছি আমরা।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.