পত্রিকা প্রতিনিধি: ঘাটালে ফের নতুন করে কোভিড আক্রন্ত হলেন ২ জন। জানা যায় ওই ২ যুবকপরিযায়ী শ্রমিক । তাঁরা ঘাটাল থানার বালিডাঙ্গার সোয়াই ও খাসমারের জয়বাঁকের বাসিন্দা। গত ২৬ মে ও ২৯ মে ওই দুই পরিযায়ী শ্রমিক দিল্লী থেকে ফিরেছিলেন। গত ৬ জুন তাঁদের শরীরে বিভিন্ন উপসর্গ দেখা যাওয়ায় লালারসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ (১০ জুন) রাতে ওই ২ যুবকের করোনা রিপোর্ট পজিটিভ আসে।এরপর পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের তৎপরতায় ওই যুবকদের আজ রাতেই করোনা লেভেল ৩ বড়মা সিরোনা হাসপাতালে পাঠানো হয় ।স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয় যুবকদের সংস্পর্শে আসা মানুষদের শনাক্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং এলাকা সিল করা হবে । এখনো পর্যন্ত ঘাটালে মোট করণা আক্রান্তের সংখ্যা ৩২সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯।
0